'ফিট থাকলে স্কোয়াডে থাকত' - অস্ট্রেলিয়া সফরে শামির না থাকা নিয়ে মুখ খুললেন অজিত আগারকর

People's Reporter: সম্প্রতি, অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামিকে স্কোয়াডে না রাখা নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকেই প্রশ্ন করছেন, শামি রঞ্জি খেলতে পারলে অস্ট্রেলিয়া সফরে একদিনের দলে কেন জায়গা হবে না তাঁর?
অজিত আগারকর এবং মহম্মদ শামি
অজিত আগারকর এবং মহম্মদ শামিছবি - সংগৃহীত
Published on

মহম্মদ শামি ফিট থাকলে অবশ্যই ভারতীয় স্কোয়াডে থাকতেন। এমনটাই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগারকর।

সম্প্রতি, অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামিকে স্কোয়াডে না রাখা নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকেই প্রশ্ন করছেন, শামি রঞ্জি খেলতে পারলে অস্ট্রেলিয়া সফরে একদিনের দলে কেন জায়গা হবে না তাঁর? হর্ষিত রানা স্কোয়াডে জায়গা পেলে শামিরও থাকা উচিত বলেই অনেকের দাবি। তবে অজিত আগারকর তেমনটা মনে করেন না। এমনকি শামি নিজে ফিট বলেই দাবি করেছিলেন। তারপরও তাঁকে স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে।

এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী শামির মন্তব্যের প্রতিক্রিয়ায় আগারকর বলেন, "যদি সে আমাকে এই কথা বলে, তাহলে আমি সম্ভবত এর উত্তর দেব। মানে, যদি সে এখানে থাকত, তাহলে আমি সম্ভবত তাই করতাম। সোশ্যাল মিডিয়ায় সে কী বলেছে তা আমি নিশ্চিত নই। ভারতের হয়ে সে অসাধারণ পারফর্মার। কিন্তু ইংল্যান্ডের আগেও আমরা বলেছিলাম যে সে যদি ফিট থাকত, তাহলে সে বিমানে থাকত। দুর্ভাগ্যবশত, সে ছিল না এবং আমাদের ঘরোয়া মরসুম সবেমাত্র শুরু হয়েছে।"

প্রসঙ্গত, বাংলার হয়ে রঞ্জি খেলছেন মহম্মদ শামি। এক ওভারেই ৩টি উইকেটও নেন তিনি। তাঁকে স্কোয়াড থেকে বাদ পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে শামি জানিয়েছিলেন, আপডেট দেওয়া আমার কাজ নয়। আমি নিয়মিত এনসিএ-তে যাচ্ছি অনুশীলন করছি। ম্যাচও খেলছি। ফিট না হলে ম্যাচ খেলতাম না।

অজিত আগারকর এবং মহম্মদ শামি
BAN vs AFG: আফগানিস্তানের কাছে ODI সিরিজ হার, দেশে ফিরেই আক্রান্ত বাংলাদেশের ক্রিকেটাররা!
অজিত আগারকর এবং মহম্মদ শামি
Virat Kohli: 'আপনি তখনই ব্যর্থ যখন...' - অস্ট্রেলিয়া সিরিজের আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কোহলির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in