BAN vs AFG: আফগানিস্তানের কাছে ODI সিরিজ হার, দেশে ফিরেই আক্রান্ত বাংলাদেশের ক্রিকেটাররা!

People's Reporter: আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জেতে বাংলাদেশ। তবে একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে হারে তারা।
বাংলাদেশের ক্রিকেটাররা
বাংলাদেশের ক্রিকেটাররাছবি - বাংলাদেশ ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

আগফানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ হারার পরেই বাংলাদেশ ক্রিকেটারদের উপর ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশ সমর্থকরা। বিমানবন্দরে ক্রিকেটারদের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জেতে বাংলাদেশ। তবে একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে হারে তারা। প্রথম ম্যাচ ৫ উইকেটে, দ্বিতীয় ম্যাচ ৮১ রানে এবং তৃতীয় ম্যাচে ২০০ রানে জিতে যায় আফগানিস্তান। এই ফলাফল দেখেই ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ সমর্থকরা। ক্রিকেটাররা বিমানবন্দরে নামলেই সমর্থকদের আক্রমণের মুখে পড়েন।

বাংলাদেশের ক্রিকেটার মহম্মদ নইম শেখ এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, "আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না - আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে"।

তিনি আরও লেখেন, "হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে - এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয় - কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন"।

পাশাপাশি আক্রমণের তীব্র নিন্দা করে তিনি জানান, "যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখিনা। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য,মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে"।

ক্রিকেটার এও জানান, "ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক - লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো - দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য"।

বাংলাদেশের ক্রিকেটাররা
Virat Kohli: 'আপনি তখনই ব্যর্থ যখন...' - অস্ট্রেলিয়া সিরিজের আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কোহলির!
বাংলাদেশের ক্রিকেটাররা
Messi Cup: মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে 'মেসি কাপ'! কোন কোন ক্লাব অংশ নেবে জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in