

আগফানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ হারার পরেই বাংলাদেশ ক্রিকেটারদের উপর ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশ সমর্থকরা। বিমানবন্দরে ক্রিকেটারদের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।
আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জেতে বাংলাদেশ। তবে একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে হারে তারা। প্রথম ম্যাচ ৫ উইকেটে, দ্বিতীয় ম্যাচ ৮১ রানে এবং তৃতীয় ম্যাচে ২০০ রানে জিতে যায় আফগানিস্তান। এই ফলাফল দেখেই ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ সমর্থকরা। ক্রিকেটাররা বিমানবন্দরে নামলেই সমর্থকদের আক্রমণের মুখে পড়েন।
বাংলাদেশের ক্রিকেটার মহম্মদ নইম শেখ এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, "আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না - আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে"।
তিনি আরও লেখেন, "হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে - এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয় - কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন"।
পাশাপাশি আক্রমণের তীব্র নিন্দা করে তিনি জানান, "যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখিনা। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য,মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে"।
ক্রিকেটার এও জানান, "ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক - লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো - দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন