Santosh Trophy: সন্তোষ ট্রফিতে বাংলার কোচ রঞ্জন চৌধুরী

People's Reporter: চলতি বছর সন্তোষ ট্রফির কোচ নির্বাচনের জন্য আগ্রহী প্রশিক্ষকদের আবেদন করতে বলা হয়েছিল। জমা পড়া একাধিক আবেদনের মধ্যে থেকে কোচেস কমিটির সদস্যরা রঞ্জন চৌধুরীকে যোগ্য হিসেবে বেছে নেন।
রঞ্জন চৌধুরী
রঞ্জন চৌধুরীছবি - সংগৃহীত

আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী। সোমবার আইএফএ অফিসে কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চলতি বছর সন্তোষ ট্রফির কোচ নির্বাচনের জন্য আগ্রহী প্রশিক্ষকদের আবেদন করতে বলা হয়েছিল। জমা পড়া একাধিক আবেদনের মধ্যে থেকে কোচেস কমিটির সদস্যরা রঞ্জন চৌধুরীকে যোগ্য হিসেবে বেছে নেন।

আগামী অক্টোবর মাসে পঞ্জাবের অমৃতসরে শুরু হতে চলেছে সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের খেলা। এদিনের বৈঠকে কোচেস কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, শুভাশিস সরকার, রাকেশ ঝাঁ এবং নজরুল ইসলাম।

বাংলা দলের কোচ নির্বাচিত হওয়ার পর রঞ্জন চৌধুরি বলেন, "আমাকে বাংলা দলের কোচ নির্বাচন করায় আইএফএ-র কোচেস কমিটিকে ধন‍্যবাদ জানাই। দায়িত্ব বেড়ে গেল। খুব শীঘ্রই দল গঠনের কাজ শুরু করে দেব। আমাদের কোয়ালিফাইংয়ের ম‍্যাচ খেলতে হবে পঞ্জাবে। আমাদের সেই ভাবেই প্রস্তুতি নিতে হবে।"

গত বছর সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য ও রঞ্জন ভট্টাচার্য। এবার সন্তোষের কোচ হওয়ার জন‍্য আইএফএ-এর কাছে কোনও আবেদনই করেননি বিশ্বজিৎ ভট্টাচার্য এবং রঞ্জন ভট্টাচার্য। ২০১৮ সালে রঞ্জনের কোচিংয়ে বাংলা দল যুবভারতীতে সন্তোষ ট্রফির ফাইনালে কেরালার বিরুদ্ধে হেরে যায়।

রঞ্জন চৌধুরী
স্পেন সফরে লা লিগা কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী! থাকবে আরও চমক, দাবি মমতার
রঞ্জন চৌধুরী
Novak Djokovic: জকোভিচের দখলে ইউএস ওপেন, ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নয়া রেকর্ড

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in