

আগামী মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গে এই শিল্প সম্মেলনে যোগ দিতে যাবেন মোহনবাগান, মহামেডান এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। সকাল ৯.৪৫-এ রয়েছে বিমান। স্পেনে গিয়ে লা-লিগা কর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, মহামেডানের ইশতিয়াক রাজু এবং ইস্টবেঙ্গলের প্রণব দাশগুপ্ত যাবেন। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
লাল হলুদ ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের চিটফান্ড মামলায় নাম জড়ানোয় বিদেশ সফরে রয়েছে বিধিনিষেধ। ফলে প্রণব দাশগুপ্ত যাবেন মুখ্যমন্ত্রীর সাথে। সবথেকে বেশি নজর থাকবে সৌরভ গাঙ্গুলির দিকে। বারবার বিজেপিতে সৌরভের যোগদান নিয়ে জলঘোলা হয়েছে। সেখানে সৌরভের মমতার সঙ্গে বিদেশ সফর সত্যিই তাৎপর্যপূর্ণ।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, 'এতদিন সফরে শুধু বুদ্ধিজীবীদের নেওয়া হত। এবার মুখ্যমন্ত্রী আমাদের ক্রীড়াজগতকেও নিয়ে যাচ্ছেন। খুব ভালো বিষয়। ধন্যবাদ জানাই। ইচ্ছা আছে স্পেনে গিয়ে ওখানে ক্লাবগুলির সঙ্গে কথা বলার।'
মহামেডান সচিব ইশতিয়াক রাজু জানান, 'সত্যিই খুব ভালো লাগছে দিদি আমাদের জন্য এতটা ভেবেছে। বাংলা ফুটবলের গৌরব বিশ্বের কাছে তুলে ধরার এর থেকে ভালো সুযোগ আর কিছুই হতে পারে না।' যদিও সৌরভ এখন লন্ডনে। তিনি সেখান থেকে সরাসরি স্পেন যাবেন এমনটাই খবর।
অন্যদিকে লা লিগা কর্তাদের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন তা একপ্রকার নিশ্চিত। আগামী ১৪ সেপ্টেম্বর সেই বৈঠকটি হবে। বৈঠকের কথা ট্যুইট করে জানিয়েছেন লা-লিগা কর্তৃপক্ষ। সূত্রের খবর লা-লিগা প্রেসিডেন্টের সাথে বৈঠকের দিন উপস্থিত থাকার কথা ভারত ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও। কিন্তু স্ত্রী ও সদ্যজাত সন্তানকে ছেড়ে তিনি যেতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী অবশ্য সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন স্পেন সফরে গিয়ে একাধিক চমক দেবেন তিনি। এখন দেখার বিদেশে গিয়ে ঠিক কোন চমক উপহার দেন বাংলার ফুটবলের জন্য।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন