T20 World Cup 24: বিশ্বকাপ ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ না হলে কী হবে?
ছবি - সংগৃহীত

T20 World Cup 24: বিশ্বকাপ ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ না হলে কী হবে?

People's Reporter: নির্ধারিত দিনে যদি খেলা না হয় তার জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আইসিসির সমস্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালেই এই রিজার্ভ ডে রাখা হয়।
Published on

টি-২০ বিশ্বকাপ ফাইনালেও বৃষ্টি ভ্রূকুটি। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে-তে খেলা হবে বলে জানিয়েছে আইসিসি। তারপরেও যদি চূড়ান্ত ফলাফল না আসে তাহলে যৌথভাবে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

ভারতীয় সময় শনিবার সন্ধ্যা ৮টা (স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে) থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচ। সেই ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকু ওয়েদার সূত্রে খবর, সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫০ শতাংশ। সাথে বইবে ঝোড়ো হাওয়া।

নির্ধারিত দিনে যদি খেলা না হয় তার জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আইসিসির সমস্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালেই এই রিজার্ভ ডে রাখা হয়। নির্ধারিত দিনে যদি বৃষ্টি হয় তাহলে খেলা শুরু হওয়ার যে সময় তার থেকে ১৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এই সময় অতিক্রান্ত হয়ে গেলে ওভার কমাতে থাকবে আইসিসি।

আইসিসির নিয়ম বলছে, বৃষ্টির কারণে ওভার কমানো হলে সাধারণ ম্যাচে কমপক্ষে ৫ ওভার করে খেলতে হয় দলগুলিকে। যেহেতু ফাইনাল ম্যাচ তাই দুই দলকে কমপক্ষে ১০ ওভার করে খেলতে হবে।

যদি নির্ধারিত দিনে খেলা হয় এবং ম্যাচ সুপার ওভারে গিয়েও কোনও চূড়ান্ত ফল না আসে তাহলে টস হবে। আর বৃষ্টির কারণে যদি সুপার ওভার না হয় তাহলে ভারত এবং দক্ষিণ আফ্রিকা উভয় দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বলেই আইসিসি সূত্রে খবর। নির্ধারিত দিন এবং রিজার্ভ ডে-তে খেলা না হলেও দুই দলকে জয়ী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচেও বৃষ্টি হয়েছিল। পরে আবহাওয়ার উন্নতি হওয়ায় ২০ ওভার করেই ম্যাচ হয়েছিল।

T20 World Cup 24: বিশ্বকাপ ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ না হলে কী হবে?
T20 World Cup 24: এই বিশ্বকাপ না জিতলে বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দিতে পারে রোহিত - সৌরভ গাঙ্গুলি
T20 World Cup 24: বিশ্বকাপ ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ না হলে কী হবে?
T20 World Cup 24: টি-২০ বিশ্বকাপে ভারতকে সুবিধা দিচ্ছে ICC! বিস্ফোরক প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in