Women's Asia Cup 2022: বৃষ্টিতে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, সেমিফাইনালে ভারতের মুখোমুখি থাইল্যান্ড

গতরাত থেকেই শুরু হওয়া মুষলধারা বৃষ্টি কারণে এদিন টসই সম্ভব হলো না। ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হলো। যার ফলে ঘরের মাটিতে শিরোপা জয়ের স্বপ্নও মাটিতে মিশে গেলো নিগার সুলতানাদের।
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

বৃষ্টির ভ্রুকুটিতে কপাল পুড়লো বাংলাদেশের। মহিলাদের চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। মঙ্গলবার সিলেটে অপেক্ষাকৃত দুর্বল দল আরব আমিরশাহীকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতো স্বাগতিকদের। কিন্তু গতরাত থেকেই শুরু হওয়া মুষলধারা বৃষ্টি কারণে এদিন টসই সম্ভব হলো না। ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হলো। যার ফলে ঘরের মাটিতে শিরোপা জয়ের স্বপ্নও মাটিতে মিশে গেলো নিগার সুলতানাদের। অন্যদিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হওয়ায় কপাল খুললো থাইল্যান্ডের। শেষ চারে জায়গা করে নিয়েছে থাই মহিলারা।

মঙ্গলবার সকাল ৯ টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। এই ম্যাচ জিতলেই শেষ চারে জায়গা নিশ্চিত করতো বাংলাদেশ। এবারের এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ জেতা মহিলাদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং-এর ১৫ নম্বর দল আমিরশাহীকে হারানো বাংলাদেশের পক্ষে খুব একটা কঠিন ছিল না। তবে ভাগ্য খারাপ থাকলে যা হয়! বৃষ্টির কারণে দু ঘন্টা অপেক্ষা করেও ম্যাচ শুরু করা গেলো না।

পাকিস্তানকে হারিয়ে চমক লাগানো থাইল্যান্ড জায়গা করে নিয়েছে এশিয়া কাপের সেমিফাইনালে। মালয়েশিয়া এবং আমিরশাহীকে হারানো থাইল্যান্ডের পয়েন্ট ৬। তাতেই ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে শেষ চারে জায়গা করে নিয়েছে থাইল্যান্ড। ১৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে খেলতে নামবে থাইল্যান্ড। একইদিনে অন্য সেমিফাইনালে নামবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

থাইল্যান্ডকে গতকালই মাত্র ৩৭ রানেই অল আউট করে হাসতে হাসতে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে স্মৃতি মন্ধনারা ফের মুখোমুখি হচ্ছে থাইল্যান্ডের। গতকাল থাইল্যান্ডকে সহজে হারালেও টিম ইন্ডিয়ার সামনে অবশ্যই এটি কঠিন চ্যালেঞ্জ। কারণ পাকিস্তানকে হারিয়ে চলতি এশিয়া কাপেই অঘটন ঘটিয়েছে থাই মহিলারা।

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল
Women's Asia Cup 2022: থাইল্যান্ডকে মাত্র ৩৭ রানেই গুটিয়ে জয় তুলে নিলো ভারত, স্বস্তি পেলো বাংলাদেশ
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল
AFC U-17 Asian Cup: সৌদির কাছে ২-১ গোলে হেরেও যোগ্যতা অর্জন ভারতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in