Prithvi Shaw: রনজির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দ্বিশতরানের মালিক পৃথ্বী শ! অক্ষত রবি শাস্ত্রীর রেকর্ড

People's Reporter: পূর্বে মুম্বইয়ের হয়ে রনজি খেলতেন পৃথ্বী। এবার মহারাষ্ট্রের হয়ে খেলছেন। মাত্র দ্বিতীয় ম্যাচেই তিনি নিজের আগুনে ফর্ম দেখালেন।
পৃথ্বী শ
পৃথ্বী শছবি - সংগৃহীত
Published on

রনজিতে ইতিহাস গড়লেন পৃথ্বী শ। দ্বিতীয় দ্রুততম দ্বিশতরান করলেন তিনি। অক্ষত থাকল রবি শাস্ত্রীর ১২৩ বলে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড।

দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় দলের বাইরে রয়েছেন পৃথ্বী শ। তবে সোমবার দুরন্ত ছন্দে দেখা গেল তাঁকে। মহারাষ্ট্রের হয়ে চণ্ডীগড়ের বিরুদ্ধে ১৪১ বলে ২০০ রান পূরণ করলেন পৃথ্বী।

পূর্বে মুম্বইয়ের হয়ে রনজি খেলতেন পৃথ্বী। এবার মহারাষ্ট্রের হয়ে খেলছেন। মাত্র দ্বিতীয় ম্যাচেই তিনি নিজের আগুনে ফর্ম দেখালেন। প্রথম ইনিংসে মাত্র ৮ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে মহারাষ্ট্রের হয়ে ঝোড়ো ইনিংস খেললেন তিনি।

দিনের প্রথম সেশনে তিনি রনজি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দ্বিশতরান করেন। এখনও পর্যন্ত দ্রুততম দ্বিশতরানের রেকর্ডটি রয়েছে রবি শাস্ত্রীর দখলে, যিনি ১৯৮৫ সালে বরোদার বিরুদ্ধে ১২৩ বলে দ্বিশতরান করেছিলেন।

গত সপ্তাহে কেরালার বিরুদ্ধে মহারাষ্ট্রের হয়ে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন পৃথ্বী।

২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক পৃথ্বী শ এখনও পর্যন্ত ৫৯টি প্রথম-শ্রেণির ম্যাচে ৪,৬৩১ রান করেছেন, গড় ৪৫.৮৫। যার মধ্যে রয়েছে ১৩টি শতরান ও ১৯টি অর্ধশতরান, সর্বোচ্চ স্কোর ৩৭৯। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে অবিক্রীত থেকে গেলেও, ঘরোয়া ক্রিকেটে এই দুরন্ত প্রত্যাবর্তন তাঁকে ফের জাতীয় দলের দরজায় পৌঁছে দিতে পারে।

পৃথ্বী শ
Shreyas Iyer: ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর চোট, আইসিইউ-তে ভর্তি শ্রেয়াস আইয়ার
পৃথ্বী শ
BCCI: 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' - ভারতে দুই মহিলা অজি ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় সরব বিসিসিআই

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in