T20 World Cup 22: বিশ্বকাপে ব্যর্থতার জেরে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব ছাড়ছেন ফিল সিমন্স

ফিল সিমন্সের কোচিংয়েই ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করেছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দল।
ফিল সিমন্স
ফিল সিমন্সছবি - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ওয়েবসাইট

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক প্রদর্শন করেছে ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র ফর্ম্যাটের দু'বারের বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। এই ব্যর্থতার জেরেই এবার ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব ছাড়ছেন ফিল সিমন্স। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফেই বিজ্ঞপ্তি জারি করে সিমন্সের পদত্যাগের খবর জানানো হয়।

ফিল সিমন্সের কোচিংয়েই ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করেছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দল। গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতেই হারতে হয়েছে তাদের। বিশ্বকাপে ব্যর্থতার পর সিমন্স সরে যাওয়াটাই উচিত বলে মনে করেছেন। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই দায়িত্ব ছাড়বেন তিনি।

সুপার-১২-তে জায়গা করতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ক্যারিবিয়ান কোচ। বোর্ডের বিজ্ঞপ্তিতে তিনি জানান, "আমি জানি, এটা শুধু দলকেই নয়, বরং ব্যথিত করছে সেই সব গর্বিত দেশগুলিকেও, যাদের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি। আমরা ভালো খেলতে পারিনি। এখন আমাদের অংশগ্রহণ না করে বাইরে থেকে বিশ্বকাপের খেলা দেখতে হবে। এটা দুর্ভাগ্যজনক এবং এর জন্য আমি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।"

কেবল বিশ্বকাপে ব্যর্থতার জেরেই যে সিমন্স দায়িত্ব ছাড়ছেন তেমনটা নয়। ওয়েস্ট ইন্ডিজ কোচ অনেকদিন ধরেই এবিষয়ে ভাবনাচিন্তা করছিলেন বলে জানান। তিনি বলেন," এটা (কোচের পদ ছাড়াটা) হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত নয়, আমি বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে ভাবনাচিন্তা করছিলাম। এবার সর্বসমক্ষে এটা জানানোর সময় এসেছে যে আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছি। হয়তো সময়ের কিছুটা আগেই এই সিদ্ধান্ত নিচ্ছি। তবে এখন আমি সম্পূর্ণভাবে আমাদের টেস্ট দল হালে যেই উন্নতি করেছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই সচেষ্ট হব।"

ফিল সিমন্স
T-20 World Cup 22: বল হাতে আগুন ঝরালেন তাসকিন আহমেদ! ডাচদের হারিয়ে জয় টাইগার্সদের
ফিল সিমন্স
IND vs PAK: দেশকে জিতিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না বিরাট, 'নিজের সেরা ইনিংস' খেলে কী বললেন কোহলি?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in