T-20 World Cup 22: বল হাতে আগুন ঝরালেন তাসকিন আহমেদ! ডাচদের হারিয়ে জয় টাইগার্সদের

হোবার্টে টসে জিতে এই ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম দফায় ব্যাট করতে নেমে ওপেনিং জুটি শুরুটা ভালো করলেও অল্প সময় পরেই টপ অর্ডারে ধস নামে।
বাংলাদেশ দলের উচ্ছ্বাস
বাংলাদেশ দলের উচ্ছ্বাসছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল

ব্যাটারদের ব্যর্থতার পরেও তাসকিন-হাসানের আগুন ঝরানো বোলিং-র দৌলতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার মূলপর্বে অধরা জয়ের দেখা পেলো বাংলাদেশ। নেদারল্যান্ডসের আঁটোসাঁটো বোলিংএর সামনে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানেই বাঁধা পড়ে। তাসকিনের চার উইকেট এবং হাসানের জোড়া উইকেটে লক্ষ্য তাড়া করতে নামা ডাচদের ১৩৫ রানেই থামিয়েছে টাইগার্সরা। বোলিংএর পাশাপাশি ফিল্ডিংএও এই ম্যাচে নজর কাড়ে বাংলাদেশ।

হোবার্টে টসে জিতে এই ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম দফায় ব্যাট করতে নেমে ওপেনিং জুটি শুরুটা ভালো করলেও অল্প সময় পরেই টপ অর্ডারে ধস নামে। ওপেনার সৌম্য সরকার(১৪) ও শান্তো(২৫) ফিরে যাওয়ার পর লিটন দাস(৯), অধিনায়ক সাকিব আল হাসান(৭), ইয়াসির আলিরা(৩) সম্পূর্ণ রূপে ব্যর্থ হন।

বাংলাদেশকে এদিন লড়াইয়ের জায়গায় নিয়ে যান আফিফ হোসেন। ২৭ বলে ৩৮ রান করেন তিনি। এছাড়া শেষে ১২ বলে ২০ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোসাদ্দেক হোসেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ। নেদারল্যান্ডসের হয়ে দুটি করে উইকেট নেন ভ্যান মিকেরেন এবং ব্যাস ডি লেডে।

টাইগার্সদের অল্প রানে বেঁধে ফেললেও ব্যাট করতে নেমে ডাচ বাহিনী বিশেষ দক্ষতা দেখাতে পারলো না। প্রথম ওভারের প্রথম দু'বলেই বিক্রমজিৎ সিং (০) এবং ব্যাস ডি লেডেকে (০) ফিরিয়ে নেদারল্যান্ডসকে কোণঠাসা করে দেন তাসকিন আহমেদ। ম্যাক্স ওডাউড (৮) এবং টম কুপার (০) ফেরেন রান আউট হয়ে। মাত্র ১৫ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ডাচদের একা টেনে নিয়ে যাচ্ছিলেন কলিন অ্যাকেরমেন। তবে তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হন বাকিরা। অ্যাকারমেন ৪৮ বলে ৬২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। তবে ডাচদের ১৩৫ রানেই থেমে যেতে হয়।

বাংলাদেশ দলের উচ্ছ্বাস
T-20 World Cup 22: ভারত-পাক ম্যাচে নো বল বিতর্ক! ক্ষোভে ফুঁসে উঠলেন শোয়েব সহ একাধিক পাক তারকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in