Paris Olympics 24: ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে লক্ষ্য সেন, দেশের হয়ে পদক জেতার শেষ সুযোগ তরুণ শাটলারের

People's Reporter: এবার লক্ষ্যের নজর ব্রোঞ্জ পদকে। আজ ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় মালয়েশিয়ার লি ঝি জিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন লক্ষ্য সেন।
লক্ষ্য সেন
লক্ষ্য সেনছবি - সংগৃহীত
Published on

ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে পুরুষদের ব্যাডমিন্টনে সোনার পদক জয়ের আশা শেষ হয়েছে লক্ষ্য সেনের। সোমবার ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামবেন তিনি। ফ্রান্সের মাটিতে ইতিহাস তৈরি করতে মরিয়া ভারতের তরুণ শাটলার।

পুরুষদের সিঙ্গেলস ব্যাডমিন্টনের সেমিফাইনালে বিশ্ব র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা ভিক্টরের কাছে ২২-২০ এবং ২১-১৪ ব্যবধানে পরাজিত হন লক্ষ্য। ফাইনালে উঠতে পারলে সোনা না জিতলেও রুপোর পদক পাকা ছিল। কিন্তু তা হয়নি। এবার লক্ষ্যের নজর ব্রোঞ্জ পদকে। আজ ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় মালয়েশিয়ার লি ঝি জিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন লক্ষ্য সেন।

বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিং-এ সপ্তম স্থানে আছেন লি ঝি জিয়া। ভারতীয় শাটলার রয়েছেন ১৪ নম্বরে। ফলে লড়াইটা যে কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। পরিসংখ্যান বলছে মালয়েশিয়ান প্রতিপক্ষের সাথে মোট ৪ বার মুখোমুখি হয়েছেন লক্ষ্য সেন। যার মধ্যে ৩ বার জিতেছেন ভারতীয় শাটলার এবং ১ বার জয়ী হয়েছেন লি ঝি জিয়া।

প্রসঙ্গত, সেমিফাইনালে হারার পর লক্ষ্য সেন জানান, দুটো সেটেই এগিয়ে গিয়েছিলাম। কিন্তু জিততে পারলাম না। এই ম্যাচ নিয়ে আর ভাবতে চাই না। এবার লক্ষ্য ব্রোঞ্জ পদক জয়। নিজের সবটুকু দিয়ে দেব পদক জয়ের জন্য।

অন্যদিকে সেমিফাইনালে জিতলেও লক্ষ্যের খেলা দেখে আপ্লুত ভিক্টর অ্যাক্সেলসেন। তিনি জানান, অসাধারণ প্রতিভা রয়েছে লক্ষ্য সেনের মধ্যে। ওর শট নির্বাচন অত্যন্ত ভালো। ও হয়তো বেশি চিন্তিত হয়ে পড়েছিল সেই কারণেই ম্যাচটা হেরেছে। পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। আগামী অলিম্পিকে লক্ষ্যই হয়তো অন্যতম ফেভারিট শাটলারে পরিণত হবেন।

লক্ষ্য সেন
'১৫০ কোটির দেশে প্রতিভা খুঁজতে ব্যর্থ আমরা' - অলিম্পিকে ভারতের ব্যর্থতা নিয়ে মন্তব্য সুনীল ছেত্রীর
লক্ষ্য সেন
আনোয়ার ইস্যুতে ক্ষতিপূরণ দিতে হতে পারে ইস্টবেঙ্গল-দিল্লিকে! মোহনবাগান ছাড়তে পারেন তারকা ডিফেন্ডার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in