
ইডেনে পাকিস্তান–বাংলাদেশ ম্যাচ চলাকালীন উড়লো প্যালেস্টাইনের পতাকা। এই অপরাধে চার জনকে আটক করেছে ময়দান থানার পুলিশ। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি ঝাড়খণ্ডে। অন্য দু’জনের বাড়ি যথাক্রমে কলকাতার একবালপুর ও হাওড়া জেলায়।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, 'ইডেনে প্যালেস্টাইনের পতাকা ওড়ানোর অপরাধে ৬ নম্বর গেট থেকে দু’জনকে ও ব্লক জি ওয়ান থেকে দু’জনকে আটক করা হয়েছে।'
কোন উদ্দেশ্যে এই কাজ করেছেন তা জানতে চাইছে পুলিশ। যদিও চার জনই কেউ কোনও স্লোগান দেননি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, চার জনই গাজায় ইজরায়েল–হামাস যুদ্ধের প্রতিবাদ জানাতে এই কাজ করেছে। জানা গেছে, আটকদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।
গতকালের ম্যাচে ইডেন গার্ডেন্সে সহজেই বাংলাদেশকে হারিয়ে ৭ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বাবর আজম টিম গেমকেই কৃতিত্ব দিয়েছেন। বোলিং বিভাগের দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই বাংলাদেশকে মাত্র ২০৪ রানে অলআউট করা গিয়েছে। এরপর দুই ওপেনারের দুর্দান্ত শুরু। বাবর রান না পেলেও টিম জেতায় উচ্ছ্বসিত।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন