
বাংলাদেশকে ১১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। মাত্র ১৩৬ রান তাড়া করতে নেমে পাক বোলারদের কাছে ধরাশায়ী হল বাংলাদেশ দল। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হবে পাকিস্তানকে।
শাহিন শাহ আফ্রিদি ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও পাকিস্তানকে সাহায্য করেন আফ্রিদি। তিনি ১৩ বলে ১৯ রানও করেন।
জয়ের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, “এমন ম্যাচ জিততে পারলে বোঝা যায় আমরা সত্যিই স্পেশাল দল। সবাই ভালো খেলেছে। ব্যাটিংয়ে কিছুটা ঘাটতি আছে, তবে আমরা সেটা নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “ভারতের বিপক্ষে ফাইনাল নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত। আমরা জানি তাদের কী করতে হবে। এই দল যে কাউকে হারাতে সক্ষম।”
ম্যাচ শেষে আফ্রিদি বলেন, “ছোটো স্কোরে জিততে হলে প্রথমেই উইকেট নিতে হবে। আমাদের সেই পরিকল্পনাই ছিল। আমি প্রথম ওভারেই উইকেট পাই। ভারতের জন্যও আমরা প্রস্তুত।"
অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক জাকের আলি ব্যর্থতার জন্য ব্যাটিং লাইন আপকে দায়ী করলেন। তিনি বলেন, "শেষ দুই ম্যাচেই আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে। বোলাররা ভালো করেছে, কিন্তু ব্যাটসম্যানরা সেভাবে সাপোর্ট দিতে পারেনি।”
এখন পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে রবিবারের ফাইনালের দিকে, যেখানে ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা যাবে। চলতি এশিয়া কাপে এই নিয়ে তৃতীয়বার একে অন্যের বিপক্ষে খেলবে দুই দল। প্রথম দুই ম্যাচে ভারত হারিয়েছে পাকিস্তানকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন