অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের অপসারণ চাইলেন মিনার্ভা ফুটবল অ্যাকাডেমির প্রধান রঞ্জিত বাজাজ। লাগাতার ভারতীয় ফুটবলের অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বাজাজ এক ভিডিও বার্তায় বলেন, আগামী ৭ ডিসেম্বর সকাল ১১টায় দেশের ফুটবলভক্তরা আন্দোলন করুন। তার জন্য বিশেষ কোথাও যেতে হবে না। দেশের ফুটবলপ্রেমীরা যে যেখানেই থাকুন না কেন, তাঁরা যেন ১০ মিনিট সময় বের করেন। সেই সময় তাঁদের নির্দিষ্ট ব্যানার তুলে ধরে লেখেন, ‘সেভ ইন্ডিয়ান ফুটবল’ কিংবা ‘কল্যাণ চৌবে আউট।’
বাজাজ আরও বলেন, "কল্যাণ চৌবেরা ভিশন ২০৪৭-এ আমাদের স্বপ্ন দেখিয়েছিল, ভারত ফুটবলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হবে। কিন্তু এভাবে চললে ২০৪৭-এ আমাদের দেশের র্যাঙ্ক হবে ১৭০। তখন আমরা বয়স্ক হয়ে যাব। কিন্তু তরুণ প্রজন্ম আমাদের দিকে প্রশ্ন তুলবে, দেশের ফুটবলকে বাঁচানোর জন্য আমরা কেন কিছু করিনি। ভারতীয় ফুটবল আজ মৃত"।
ভারতের ফুটবল র্যাঙ্কিং বর্তমানে ১৪২। আইএসএল-এর ভবিষ্যৎও অনিশ্চিত। এর আগে বাইচুং ভুটিয়ার মত তারকাও কল্যাণের পদত্যাগ দাবি করেছেন। এফএসডিএলের সঙ্গে ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে ফেডারেশনের। ফলে সামনের মরসুমে এফএসডিএল কোন শর্তে আইএসএল চালাবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। চুক্তি কীভাবে হবে, তা নিয়ে এফএসডিএলের সঙ্গে বেশ কয়েকটি মিটিংও হয়েছে ফেডারেশন কর্তাদের। আগামী বছর অবধি ফেডারেশন সভাপতি থাকতে পারবেন কল্যাণ চৌবে। তবে আইএসএল কবে শুরু হবে কেউ জানে না।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন