
আগামী বছর আমেরিকা, কানাডা এবং মেক্সিকো ৩টি দেশ মিলিয়ে শুরু হতে চলেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। তার আগে ২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল উন্মোচন করল ফিফা। বলটির নাম দেওয়া হয়েছে ‘ট্রাইওন্ডা’ (Trionda)। যার অর্থ হল তিনটি ঢেউ বা তিন ঢেউ।
শুক্রবার বলটি উন্মোচন করেন জার্মানির ক্লিন্সম্যান, ইটালির দেল পিয়েরো, ব্রাজিলের কাফু, ফ্রান্সের জিনেদিন জিদান এবং স্পেনের জাভি। বলটি তৈরি করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। ১৯৭০ সাল থেকে এই সংস্থাই ফুটবল বিশ্বকাপের বল তৈরি করে আসছে। বলটিতে অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।
স্প্যানিশ শব্দ Trionda–এর অর্থ “তিন ঢেউ”, যা প্রতীকীভাবে ফুটিয়ে তুলেছে তিনটি দেশ - যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথভাবে বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে।
বলটির নকশায় ব্যবহৃত হয়েছে লাল, সবুজ এবং নীল রঙ। যা তিন আয়োজক দেশের প্রতিনিধিত্ব করছে। এছাড়া প্রতিটি দেশের প্রতীকও স্থান পেয়েছে ডিজাইনে। কানাডার জন্য ম্যাপল পাতা, মেক্সিকোর জন্য ঈগল এবং যুক্তরাষ্ট্রের জন্য তারা আঁকা হয়েছে।
প্রযুক্তিগত দিক থেকেও বলটি অত্যাধুনিক। কাতার বিশ্বকাপ ২০২২–এ ব্যবহৃত আল রিহলা বলের মতো ট্রাইওন্ডা–তেও থাকবে ৫০০ হার্জ মোশন সেন্সর চিপ, যা ম্যাচ চলাকালীন রেফারিদের জন্য রিয়েল-টাইম ডেটা পাঠাবে, বিশেষত অফসাইড সিদ্ধান্তে সহায়তা করতে। এছাড়াও এতে যুক্ত হয়েছে অ্যাক্সিলারোমিটার ও জাইরোস্কোপ প্রযুক্তি। বলের এক পাশে সেন্সর বসানো হলেও, ভারসাম্য বজায় রাখতে অন্য পাশে কাউন্টার-ব্যালান্স দিয়েছে অ্যাডিডাস।
এক বিবৃতিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “অফিশিয়াল ম্যাচ বলটি একেবারেই অনন্য! আমি গর্বের সঙ্গে ট্রাইওন্ডা উপস্থাপন করছি। অ্যাডিডাস আবারও একটি আইকনিক বিশ্বকাপ বল তৈরি করেছে, যা তিন আয়োজক দেশের ঐক্য ও আবেগকে ফুটিয়ে তুলেছে।”
২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। তিন দেশের ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৪৮টি দেশ ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন, মেক্সিকো সিটি স্টেডিয়ামে। ফাইনাল হবে ১৯ জুলাই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন