
অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না নোভাক জোকোভিচ। রবিবার আইনি লড়াইয়ে হারের মুখ দেখতে হলো সার্বিয়ান নম্বর ওয়ান টেনিস তারকাকে। তাই অস্ট্রেলিয়া থেকে জোকারের বিতাড়ন আসন্ন। বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র নিয়ে প্রথম মেজর টুর্নামেন্ট খেলতে মেলবোর্নে পৌঁছালেও জকোভিচ দেশে ফিরছেন হতাশ হয়েই।
টীকা না নেওয়া কোনো খেলোয়াড়কেই অস্ট্রেলিয়া ওপেনে অংশ নিতে দিচ্ছে না অস্ট্রেলিয়া সরকার। সরকারের সিদ্ধান্তকেই গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট। অস্ট্রেলিয়া পৌঁছানোর পর মেলবোর্নের শরণার্থী শিবিরে ছিলেন জকোভিচ। এবার টুর্নামেন্টে অংশ না নিয়েই দেশ ফিরতে হবে দশম বার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিততে আসা সার্বিয়ান মহাতারকাকে।
আগামীকাল থেকেই পর্দা উঠছে অস্ট্রেলিয়ান ওপেনের। কয়েকদিন আগে গ্র্যান্ডস্ল্যাম কর্তৃপক্ষ যে ড্র ঘোষণা করেছে তাতে অবশ্য রয়েছেন জকোভিচ। শীর্ষ বাছাই হিসেবেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা তার। তবে সোমবার প্রথম ম্যাচে নামার আগেই তিন সদস্যের বেঞ্চ যা রায় দিয়েছেন তাতে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো জোকারের।
গত ৬ ই জানুয়ারি অস্ট্রেলিয়াতে পা রাখার সাথে সাথেই সার্বিয়ান তারকার ভিসা বাতিল করেছিলো অস্ট্রেলিয়া সরকার। আদালতের দ্বারস্থ হয়ে জোকার সেই চ্যালেঞ্জ জিতলেও গত শুক্রবার দ্বিতীয় বার তাঁর ভিসা বাতিল করে অজি সরকার। এরপর জকোভিচকে সার্বিয়া ফেরানো না হলেও ফের আটক করা হয়। রবিবার এই মামলার চূড়ান্ত শুনানি হয়। যেখানে সরকারের সিদ্ধান্তেই সিলমোহর টানে ফেডারেল কোর্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন