Neeraj Chopra: দুরন্ত প্রত্যাবর্তন, চোট সারিয়ে ডায়মন্ড লীগে আবার সোনা জয় নীরজ চোপড়ার

লুজেন ডায়মন্ড লীগে তাঁর প্রথম থ্রো ও চতুর্থ থ্রো বাতিল হলেও পঞ্চম থ্রোতে বাজিমাত করেন 'সোনার ছেলে'। পঞ্চম থ্রো করেন ৮৭.৬৬ মিটার। ষষ্ঠ এবং ফাইনাল থ্রো করেন ৮৪.১৫ মিটার।
নীরজ চোপড়া
নীরজ চোপড়াছবি অলিম্পক্সের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

আবার সেরার সেরা 'সোনার ছেলে' নীরজ চোপড়া। লুজেন ডায়মন্ড লীগে ৮৭.৬৬ মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতলেন তিনি। দেশকে গর্বিত করলেও আক্ষেপের সুর শোনা গেল নীরজের গলায়।

চোট সারিয়ে সদ্য প্রতিযোগিতায় নামেন নীরজ। লুজেন ডায়মন্ড লীগে তাঁর প্রথম থ্রো ও চতুর্থ থ্রো বাতিল হলেও পঞ্চম থ্রোতে বাজিমাত করেন 'সোনার ছেলে'। নীরজ দ্বিতীয় থ্রো করেন ৮৩.৫২ মিটার। তৃতীয় থ্রো ৮৫.০৪ মিটার এবং পঞ্চম থ্রো করেন ৮৭.৬৬। ষষ্ঠ এবং ফাইনাল থ্রো করেন ৮৪.১৫ মিটার।

৮৭.০৩ মিটার জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় হয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তৃতীয় স্থান অধিকার করেছে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজচ। তিনি থ্রো করেন ৮৬.১৩ মিটার।

২৫ বছর বয়সী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার সোনা জিতেও যেন খুশি নন। তিনি বলেন, 'জিততে পেরে ভালো লাগছে। চোট সারিয়ে মাঠে ফেরা সত্যিই আনন্দের। প্রথম থেকেই একটু চাপে ছিলাম। জিতলেও নিজের সেরাটা দিতে পারিনি। সেরাটা দিতে পারলে আরও ভালো লাগতো'।

প্রসঙ্গত, ৫ মে দোহা ডায়মন্ড লীগে কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো - ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। এরপর অনুশীলন করতে গিয়ে চোট পান। এক মাস মাঠের বাইরে ছিলেন। চোটের জন্য ৪ জুন নেদারল্যান্ডসের হেঙ্গেলোতে এফবিকে গেম এবং ১৩ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে নামেননি নীরজ। ট্র্যাকে ফিরে ফের সোনা জয় নীরজকে যে বাড়তি অক্সিজেন জোগাবে তা বলার অপেক্ষা রাখেনা।

অন্যদিকে, লং জাম্পে ভারতের হয়ে পঞ্চম স্থানে শেষ করেছেন শ্রীশঙ্কর। তিনি ৭.৮৮ মিটার লাফাতে সক্ষম হন। অথচ তিনিই প্যারিস লেগে তৃতীয় স্থান অধিকার করেছিলেন।

নীরজ চোপড়া
Durand Cup: ঢাকে কাঠি পড়লো ডুরান্ড কাপের
নীরজ চোপড়া
Ambati Rayudu: এবার রাজনীতির ময়দানে অম্বতি রায়ডু! কোন দলে যোগ দিচ্ছেন তিনি?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in