Ambati Rayudu: এবার রাজনীতির ময়দানে অম্বতি রায়ডু! কোন দলে যোগ দিচ্ছেন তিনি?

অম্বতি জানান, 'আমি মানুষের সেব করতে চাই। অন্তত ভবিষ্যতে তেমনই পরিকল্পনা রয়েছে আমার। আমি খুব শীঘ্রই ঘোষণা করবো যে কোন প্ল্যাটফর্ম বেছে নেবো তাঁদের সেবা করার জন্য'।
অম্বতি রায়ডু
অম্বতি রায়ডুছবি - সংগৃহীত
Published on

রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা অম্বতি রায়ডু। জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের শাসক দল YSRCP-তে যোগ দিতে পারেন তিনি। তবে এখনও নিশ্চিত কিছু জানাননি তারকা ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটারদের সাথে রাজনীতির সম্পর্ক নতুন নয়। গৌতম গম্ভীর, নভজ্যোৎ সিং সিধু ছাড়াও আরও একাধিক ক্রিকেটার সরাসরি রাজনীতি করছেন। এবার কি এই তালিকায় যোগ হচ্ছে আম্বাতি রায়ডুর নাম? সম্প্রতি নিজের জন্মভূমি গুন্টুরে গিয়েছিলেন অম্বতি রায়ডু। ওই অঞ্চলের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যার কথা শোনেন। ৩৭ বছর বয়সী এই ভারতীয় তারকা সাংবাদিকদের জানান, 'আমি মানুষের সেব করতে চাই। অন্তত ভবিষ্যতে তেমনই পরিকল্পনা রয়েছে আমার। আমি খুব শীঘ্রই ঘোষণা করবো যে কোন প্ল্যাটফর্ম বেছে নেবো তাঁদের সেবা করার জন্য।'

প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে তিনি রাজনীতির সাথে যুক্ত হতে পারেন। সরাসরি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন রায়ডু। সূত্রের খবর অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল ওয়াই আর এস কংগ্রেস পার্টিতে যোগ দিতে পারেন তিনি।

অম্বতি রায়ডুর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা আরও বৃদ্ধি পায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির সাথে তাঁর সম্প্রতি হওয়া সাক্ষাৎ নিয়ে। এর আগে ওয়াই এস জগনমোহন রেড্ডির সাথে দু'বার দেখা করেছিলেন তিনি। দলীয় সূত্রে খবর, যদি রায়ডু দলে আসেন তাহলে গুন্টুর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আবার লোকসভা আসনেও লড়তে পারেন। সুনির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না।

২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে-তে ভারতের হয়ে অভিষেক করেন রায়ডু। টি-২০ তে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। ২৯ মে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন তিনি।

অম্বতি রায়ডু
ICC World Cup 23: কোথায়, কীভাবে কাটবেন ক্রিকেট বিশ্বকাপের টিকিট?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in