কোচ ইয়ান জেলেজনির (Jan Zelezny) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। শনিবারই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২০২৪-এর শেষ দিকে নীরজের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন বিশ্বের খ্যাতনামা জ্যাভলিন থ্রোয়ার জেলেজনি। এই মুহূর্তে ২০২৬-এর মরশুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন নীরজ চোপড়া। এছাড়াও তাঁর লক্ষ্যে আছে ২০২৭-এর বিশ্ব চ্যাম্পিয়নশীপ এবং ২০২৮-এর অলিম্পিক গেমস।
চেক কোচের সঙ্গে সম্পর্ক ছিন্নের কারণ নিয়ে নীরজ চোপড়া স্পষ্টভাবে কিছু জানাননি। যদিও অনুমান করা হচ্ছে লাগাতার ব্যর্থতার জেরে তিনি কোচ বদল করতে চাইছেন। বিচ্ছেদের সময়েও তাঁর কোচের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নীরজ এবং জানিয়েছেন তিনি তাঁর কোচের কাছ থেকে অনেক কিছু শিখেছেন।
এক বিবৃতিতে নীরজ জানিয়েছেন, ইয়ানের কাছ থেকে আমি অনেক কিছু নতুন করে ভাবতে শিখেছি। যেভাবে তিনি কৌশল, ছন্দ প্রভৃতি বিষয়ে ভাবতেন তা আমাকে নতুন অনেক কিছু শিখিয়েছে।
চেক কোচকে নিজের জীবনের 'আইডল' হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, আমি এমন একজনকে কোচ হিসেবে পেয়েছিলাম যাকে ছোটো থেকে আদর্শ হিসেবে মেনে এসেছি। তিনি শুধুমাত্র সর্বকালের সেরা জ্যাভেলিন থ্রোয়ারই নন, বরং আমার দেখা সেরা মানুষদের মধ্যে একজন।
প্রসঙ্গত, জেলেজনি-র কোচিং-এই নীরজ চোপড়া প্রথমবার ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করেন। যদিও দোহায় ৯০.২৩ মিটার দূরত্ব অতিক্রম করে সাড়া জাগিয়ে শুরু করেও ২০২৫-এ সেরকম আর কোনও সাফল্য তিনি পাননি। টোকিওতেও তিনি অষ্টম স্থানে শেষ করেছিলেন। এর আগে নীরজ চোপড়া একটানা ২৬টি ইভেন্টে সাফল্য পেয়েছিলেন।
নীরজের প্রশংসা করেছেন কোচ জেলেজনিও। তিনি জানিয়েছেন, নীরজের মত একজন অ্যাথলিটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমি খুশি যে আমরা একসঙ্গে কাজ করেছি এবং তাঁকে প্রথমবারের মতো ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করাতে সক্ষম হয়েছি। তাঁর পিঠের চোটের কারণে গত বছর সে আশানুরূপ সাফল্য পায়নি।
ইয়ান জেলেজনি ১৯৯২, ১৯৯৬ এবং ২০০০ সালে অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জয়ী। এছাড়াও ১৯৯৩, ১৯৯৫ এবং ২০০১-এর বিশ্ব চ্যাম্পিয়ন। জ্যাভলিন থ্রোয়ে ৯৮.৪৮ মিটারের বিশ্বরেকর্ডও তাঁরই দখলে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন