
দিল্লি টেস্টে নজির গড়লেন অজি স্পিনার নাথান লিওন। ক্যাঙ্গারুর দেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ভারতের বিপক্ষে ১০০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন তিনি। শ্রীকর ভরতকে ফিরিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ২২ তম বার পাঁচ উইকেট নেওয়ার মাধ্যমে বর্ডার-গাভাসকার ট্রফিতে উইকেটের সেঞ্চুরি করলেন লিওন।
বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন অজি স্পিনার। অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার ভারতের টপ অর্ডারকে একাই বিব্রত করেন লিওন। তাঁর শিকার হয়ে পরপর ফিরে যান রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা এবং শ্রেয়স আইয়ার। এরপর ভরতকে ফিরিয়েই মাইলফলক স্পর্শ করেন।
ভারতের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ব্রিটিশ তারকা পেসার জিমি অ্যান্ডারসনের নামে। জিমি ৩৫ ম্যাচে ১৩৯ টি উইকেট নিয়েছেন ভারতের বিরুদ্ধে। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কান গ্রেট মুথাইয়া মুরলিধরন ২২ ম্যাচে নিয়েছেন ১০৫ টি উইকেট। এই এলিট ক্লাবে এবার জায়গা করে নিলেন নাথান লিওন।
পাশাপাশি, তৃতীয় বোলার হিসেবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যেকার বর্ডার-গাভাসকার ট্রফিতে ১০০ উইকেট নিলেন লিওন। এই তালিকায় শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ১১১ টি টেস্ট উইকেট পেয়েছেন তিনি। শুক্রবার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই ট্রফিতে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েন রবিচন্দ্রন অশ্বিন। শনিবার তৃতীয় খেলোয়াড় হিসেবে বর্ডার-গাভাসকার ট্রফিতে উইকেটের সেঞ্চুরি করলেন লিওন।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন