Ben Stokes: ম্যাককুলামকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বড় রেকর্ড বেন স্টোকসের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে রেকর্ড গড়লেন ব্রিটিশ অধিনায়ক। টেস্ট ক্রিকেটে এখন স্টোকসের ছক্কার সংখ্যা ১০৯ টি। এই কীর্তি গড়ার জন্য স্টোকসকে খেলতে হল ৯০ টি টেস্ট।
বেন স্টোকস
বেন স্টোকসছবি - ইংল্যান্ড ক্রিকেট টিমের ট্যুইটার হ্যান্ডেল
Published on

মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসের ৪৮.৩ ওভারের মাথায় নিউজিল্যান্ডের কুগলায়েনকে ফাইন লেগের ওপর দিয়ে ওভার বাউন্ডারি মারেন স্টোকস। আর এই ছক্কার সাথেই তৈরি হয় রেকর্ড। টেস্ট ক্রিকেটে এখন সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে গেলেন ব্রিটিশ অধিনায়ক। আর যার রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন স্টোকস, তিনি ছিলেন আবার ইংল্যান্ডের ডাগ আউটে। ইংল্যান্ডের বর্তমান কোচ ও নিউজিল্যান্ড কিংবদন্তি ব্র্যান্ডন ম্যাককুলামের রেকর্ড ভেঙে ইতিহাসই গড়লেন স্টোকস।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে এই রেকর্ড গড়লেন ব্রিটিশ অধিনায়ক। টেস্ট ক্রিকেটে এখন স্টোকসের ছক্কার সংখ্যা ১০৯ টি। এই কীর্তি গড়ার জন্য স্টোকসকে খেলতে হল ৯০ টি টেস্ট। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ১২ টি শতরান ও ২৮ টি অর্ধশতরানের সুবাদে ৫,৬৬২ রান করেছেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।

অন্যদিকে, ১০১ টেস্টে ১০৭ ছক্কা মেরে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন ম্যাককালাম। প্রাক্তন কিউই অধিনায়ক ১২ টি শতরান এবং ৩১ টি অর্ধশতরান মিলিয়ে টেস্ট ক্রিকেটে মোট ৬,৪৫৩ রান করেছেন। টেস্ট সেঞ্চুরির নিরিখে ম্যাককুলামের সাথেই রয়েছেন বেন।

টেস্ট ইতিহাসে ন্যূনতম ১০০ ছক্কা মারার কীর্তি খুব বেশি ব্যাটসম্যানের নেই। ম্যাককালাম ও স্টোকস ছাড়া শুধু আর একজন এই মাইলফলকের দেখা পেয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার–ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬ টেস্টের ক্যারিয়ারে ১০০ টি ছক্কা মেরেছেন গিলক্রিস্ট।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের চলতি টেস্ট ম্যাচের আজ তৃতীয় দিন। এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইংল্যান্ডই। ব্রিটিশদের প্রথম ইনিংসে ৩২৫ রানের জবাবে ৩০৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রান তোলে ইংল্যান্ড। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ১৪ রানে দু'উইকেট হারিয়ে ফেলেছে। ম্যাচ জয়ের জন্য এখনও ৩৮০ রানের প্রয়োজন টিম সাউদিদের।

বেন স্টোকস
TATA IPL 2023: ঘোষিত হল আইপিএলের সূচী, কবে থেকে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in