এশিয়ান চ্যাম্পিয়নশীপে রূপো! ২০২৪ অলিম্পিকের টিকিট নিশ্চিত শ্রীশঙ্করের

ব্যাংককে অনুষ্ঠিত হওয়া এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে ৮.৪০ মিটার লাফ দিয়ে সোনা জিতেছেন তাইওয়ানের ইউ তাঙ লিন। শ্রীশঙ্কর লাফ দিয়েছেন ৮.৩৭ মিটার।
মুরলী শ্রীশঙ্কর
মুরলী শ্রীশঙ্করছবি - ট্যুইটার

২০২৪ প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন ভারতীয় লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে রূপো জিতে এই নজির গড়েছেন ২৪ বছর বয়সী তারকা।

প্যারিসে বসবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর। ১ জুলাই থেকে যোগ্যতা অর্জন পর্ব শুরু হয়েছে। লং জাম্পে যোগ্যতা অর্জনের জন্য ৮.২৭ মিটার ধার্য করা হয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত হওয়া এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে ৮.৪০ মিটার লাফ দিয়ে সোনা জিতেছেন তাইওয়ানের ইউ তাঙ লিন। শ্রীশঙ্কর লাফ দিয়েছেন ৮.৩৭ মিটার। রূপো জিতে উচ্ছ্বসিত মুরলী।

উল্লেখ্য, ইতিমধ্যেই মুরলী অগাস্ট মাসে অনুষ্ঠিত হতে চলা বুদাপেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে যোগ্যতা অর্জন করেছেন। যোগ্যতা অর্জন পর্বে তিনি লাফ দিয়েছিলেন ৮.৪১ মিটার। এটিই তাঁর কেরিয়ারের সেরা লাফ এবং বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ জাম্প।

প্রসঙ্গত, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে (পুরুষ বিভাগ) পদক জিতেছিলেন শ্রীশঙ্কর। তিনি ৮.০৮ মিটার লম্বা লাফ দিয়েছিলেন। তাঁর সাথে একই দূরত্ব অতিক্রম করেছিলেন বাহামাসের লাকুয়ান নায়ারন। কিন্তু নায়ারনের নারায়নের দ্বিতীয় সেরা পারফরম্যান্স ছিল ৭.৯৮ মিটার থাকায় তিনি সোনার পদক জিতেছিলেন। শ্রীশঙ্করের দ্বিতীয় সেরা জাম্প ছিল ৭.৮৪ মিটার। ৮.০৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার জোভান ভ্যান ভুরেন।

মুরলী শ্রীশঙ্কর
CFL: কলকাতা লিগের নতুন ট্রফি দেখলে চোখ কপালে উঠবে আপনারও!
মুরলী শ্রীশঙ্কর
IND vs WI: ‘ভীরু’কে টপকে টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষ ৫-এ কোহলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in