CFL: কলকাতা লিগের নতুন ট্রফি দেখলে চোখ কপালে উঠবে আপনারও!

ট্রফিটি সম্পূর্ণ রুপোর তৈরি। ওজন ৭ কেজি। শনিবার আইএফএ সচিব অনির্বান দত্ত এই নতুন ট্রফির কথা ঘোষণা করেন।
CFL: কলকাতা লিগের নতুন ট্রফি দেখলে চোখ কপালে উঠবে আপনারও!
ছবি - সংগৃহীত
Published on

কলকাতা ফুটবল লিগের জন‍্য স্থায়ী ট্রফির ব‍্যবস্থা করলো আইএফএ। অতীতে কলকাতা লিগের স্থায়ী ট্রফি ছিল না। ট্রফিটি সম্পূর্ণ রুপোর তৈরি। ওজন ৭ কেজি। শনিবার আইএফএ সচিব অনির্বান দত্ত এই নতুন ট্রফির কথা ঘোষণা করেন।

ট্রফিটি যথেষ্ট চকচকে, দেখলে মনে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি। বছর দুয়েক আগে কলকাতা লিগে ট্রফি দেওয়ার রীতি চালু করেছিলেন তৎকালীন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তবে ট্রফিটি এতো ঝাঁ চকচকে বা খরচা সাপেক্ষ ছিল না।ইতিমধ্যেই জমে উঠেছে লিগ।

সিএফএল ট্রফি
সিএফএল ট্রফিছবি - সংগৃহীত

অন্যদিকে, বিদেশিহীন ফুটবল লিগে আইএফএ আদৌ কোনও স্পনসর পাবে কিনা এই নিয়ে প্রশ্ন ছিল। এবারের কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের জন‍্য যুক্ত হল আয়ারল‍্যান্ডের insports.tv চ‍্যানেল। এটি ডিজিটাল মাধ‍্যমে বহুল জনপ্রিয়। মাদার কোম্পানি হলো 'ইনস্ট‍্যাট'। এই বিদেশি কোম্পানিকে প্রিমিয়ার লিগের কমার্সিয়াল রাইটস দিয়েছে আইএফএ। বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাচ্ছে আইএফএ।

একই সঙ্গে এই কোম্পানির ডিজিটাল মাধ‍্যম insports.tv লিগের (প্রিমিয়ার ডিভিশন) যাবতীয় ম‍্যাচ সরাসরি সম্প্রচার করছে। চলতি প্রিমিয়ার ডিভিশনে মোট ১৯৯ টি ম‍্যাচ হবে। এই ১৯৯ ম‍্যাচ দেখার জন‍্য insports.tv সাবস্ক্রিপশনের ব‍্যবস্থা করেছে। একজন দর্শক খেলা দেখতে চাইলে ১৯৯ টাকা দিয়ে প‍্যাকেজে সাবসক্রিপশন নিলে লিগের সব ম‍্যাচ তো দেখতে পাবেই,পাশাপাশি ম‍্যাচের হাইলাইটসও দেখার সুযোগ থাকছে।

CFL: কলকাতা লিগের নতুন ট্রফি দেখলে চোখ কপালে উঠবে আপনারও!
CFL: কলকাতা লিগের শুরুতেই হোঁচট, রেনবোর বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের
CFL: কলকাতা লিগের নতুন ট্রফি দেখলে চোখ কপালে উঠবে আপনারও!
Mohun Bagan: ২৯ নয় ৩০ জুলাই হবে মোহনবাগান দিবস! কেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in