মনিকা বাত্রা
মনিকা বাত্রাছবি - সংগৃহীত

Paris Olympics 24: প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে নজির টেবিল টেনিস তারকা মনিকা বাত্রার!

People's Reporter: ১১-৯, ১১-৬, ১১-৯ এবং ১১-৭ ব্যবধানে ফরাসি প্রতিপক্ষকে হারিয়ে শেষ ১৬ তে উঠলেন মনিকা। এর আগে কোনও ভারতীয় টেনিস প্লেয়ার এই কীর্তি করে দেখাতে পারেননি।
Published on

প্যারিস অলিম্পিক্সে প্রথম ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার হিসেবে রেকর্ড গড়েছেন মনিকা বাত্রা। তিনি প্রথম ভারতীয় যিনি টেবিল টেনিসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

৩২ জনের লড়াইয়ে ফ্রান্সের প্রীতিকা পাভাদকে ৪-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড করেছেন তিনি। এই প্রীতিকা পাভাদ একজন ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বিরুদ্ধে দাপটের সাথে খেলতে থাকেন মনিকা। ১১-৯, ১১-৬, ১১-৯ এবং ১১-৭ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ তে উঠলেন মনিকা। এর আগে কোনও ভারতীয় টেনিস প্লেয়ার এই কীর্তি করে দেখাতে পারেননি।

বিশ্ব র‍্যাঙ্কিং-এ ১৮ নম্বরে থাকা প্লেয়ারকে হারিয়ে পদক জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন বিশ্ব র‍্যাঙ্কিং-এ ২৮ নম্বরে থাকা মনিকা বাত্রা। শেষ ১৬-তে তাঁকে মুখোমুখি হতে হবে হংকং-র ঝু চেংঝু এবং জাপানের মিউ হিরানোর ম্যাচের বিজয়ীর।

প্রসঙ্গত, ২০২০ টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার সোফিয়া পলকানোভার বিপক্ষে দাঁড়াতেই পারেননি ভারতীয় প্যাডলার। ৪-০ সেটে অনায়াসে জয় ছিনিয়ে নিয়েছিলেন সোফিয়া। মনিকাকে ১১-৮, ১১-২, ১১-৫ ও ১১-৬ ব্যবধানে হারিয়েছিলেন সোফিয়া।

অন্যদিকে ভারতের আরেক মহিলা টেবিল টেনিস প্লেয়ার শেষ ৩২-এ মুখোমুখি হবে সিঙ্গাপুরের ঝেং জিয়ানের। আগামী ৩১ জুলাই খেলা হবে সেই ম্যাচ। তিনি জিততে পারলে মনিকার রেকর্ডে ভাগ বসাবেন।

মনিকা বাত্রা
Paris Olympics 24: দূষিত প্যারিসের শ্যেন নদী! পিছিয়ে গেল অলিম্পিক্সের এই গুরুত্বপূর্ণ ইভেন্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in