ISL 2023-24: মোহনবাগান শীর্ষে ওঠার জন্য চাপে থাকবে, ম্যাচের আগে দাবি ওড়িশা কোচের

People's Reporter: ওড়িশার কোচ লোবেরা জানান, ম্যাচটায় মোহনবাগান শীর্ষে ওঠার চাপে থাকবে। ওদের সব ফুটবলার ফিরে আসায় দল শক্তিশালী হয়েছে।
ওড়িশা কোচ সার্জিও লোবেরা
ওড়িশা কোচ সার্জিও লোবেরাছবি - ওড়িশা এফসির ফেসবুক পেজ
Published on

শনিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে ওড়িশা এফসি এবং মোহনবাগান। এই ম্যাচ জিতলেই ওড়িশাকে সরিয়ে মোহনবাগান শীর্ষে চলে যাবে। তবে টিম বাগানের কাজটা বেশ শক্ত। কারণ ওড়িশার ডাগআউটে থাকবেন ওড়িশা কোচ সার্জিও লোবেরা। টানা ১১ ম্যাচ অপরাজিত ওড়িশা।

সাংবাদিক সম্মেলনে ওড়িশার কোচ লোবেরা জানান, 'ম্যাচটায় মোহনবাগান শীর্ষে ওঠার চাপে থাকবে। ওদের সব ফুটবলার ফিরে আসায় দল শক্তিশালী হয়েছে। জনি কাউকো বেশ ভালো খেলছে।'

দলের প্রধান অস্ত্র জাহুকে পাবে না ওড়িশা। লোবেরা বলেন, 'জাহু দলের অন্যতম অস্ত্র ঠিকই। তবে ওর না থাকা কোনো অজুহাত হতে পারে না। ট্রফি জেতার জন্য গোটা দলকেই পরিশ্রম করতে হয়। আমাদের দলের ক্ষমতা আছে ট্রফি জেতার।'

আইএসএলে আজ পর্যন্ত ওড়িশা এফসি কোনও ম্যাচে মোহনবাগানকে হারাতে পারেনি। তবে চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। গত ১১টি ম্যাচে অপরাজিত রয়েছে। এর মধ্যে আটটি জয় ও তিনটি ড্র রয়েছে। একটানা এতগুলি ম্যাচে অপরাজিত থাকার নজির আগে ছিল না কলিঙ্গবাহিনীর।

এদিকে প্রাক্তন বাগান ফুটবলার রয় কৃষ্ণাদের বিপজ্জনক আক্রমণ বিভাগ নিয়ে আলাদা করে চিন্তিত নন সবুজ মেরুন কোচ লোপেজ হাবাস। তিনি বলেন, "প্রতিপক্ষের আক্রমণ বিভাগ নিয়ে আমার কোনও সমস্যা নেই। কারণ, গত ম্যাচে প্রতিপক্ষের দু গোলের জবাবে আমরা চার গোল দিয়েছি। যদি ওদের দুগোলের জবাবে আমাদের ছেলেরা কোনও গোল দিতে না পারত, তা হলে আমার উদ্বেগের কারণ ছিল। এটাই ফুটবল। ওড়িশা কতটা শক্তিশালী দল, তা আমরা জানি। আমাদের কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে হবে"।

ওড়িশা কোচ সার্জিও লোবেরা
ISL 2023-24: লিগ শীর্ষে ওঠার হাতছানি, ওড়িশা বধের লক্ষ্যে মোহনবাগান
ওড়িশা কোচ সার্জিও লোবেরা
Ishan Kishan: BCCI-র নির্দেশ অমান্য করার শাস্তি, বোর্ডের নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন ঈশান কিষাণ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in