ISL 2023-24: লিগ শীর্ষে ওঠার হাতছানি, ওড়িশা বধের লক্ষ্যে মোহনবাগান

People's Reporter: বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ওড়িশা। ১৫ ম্যাচে ওড়িশার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট ২৯।
মোহনবাগান কোচ হাবাস
মোহনবাগান কোচ হাবাসছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে ওড়িশাকে হারানো যে খুব একটা সহজ হবে না তা অবশ্য মেনে নিচ্ছেন বাগান কোচ হাবাস।

বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ওড়িশা। ১৫ ম্যাচে ওড়িশার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট ২৯। ফলে আগামীকালের ম্যাচ যদি সবুজ মেরুন জেতে তাহলে ৩২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে যাবে। সেই লক্ষ্য নিয়েই কলিঙ্গ স্টেডিয়ামে নামবে হাবাসের ছেলেরা। তার আগে হাবাস বলেন, 'দ্বিতীয় অথবা তৃতীয় হওয়ার জন্য নয়, মাঠে নামি প্রথম হওয়ার জন্য। আর এই মরশুম আমরা লিগ শীর্ষে থেকেই শেষ করতে চাই। সেই বার্তাই ছেলেদের দিই'।

শেষ পাঁচ ম্যাচে ওড়িশা চারটিতে জিতেছে এবং একটি ড্র করেছে। অন্যদিকে মোহনবাগান একটি হার একটি ড্র এবং ৩টি জিতেছে। ম্যাচ যে কঠিন হতে যাচ্ছে তা দু'দলের কোচই জানেন। ওড়িশা সম্পর্কে হাবাস বলেন, "ওড়িশা দলে যেমন ভালো ভালো ফুটবলার আছে, তেমনই ওদের একজন ভালো কোচও আছেন। খুব ভালো দল। এই ম্যাচটা জেতাই আমাদের লক্ষ্য। কিন্তু প্রতিপক্ষের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। সারা মরশুমেই ওরা ভালো খেলেছে"।

তিনি আরও বলেন, ওড়িশার মাঝমাঠ খুব ভালো। কার্ড সমস্যার জন্য ওরা আহমেদ জাহুকে পাবে না। তবে ফুটবল সবসময় ১১ জনের খেলা। তাই কে থাকলো কে থাকলো না এইসব নিয়ে কোচরা বেশি ভাবেন না। যে প্লেয়ারকে পাওয়া যাবে তাকেই খেলাতে হবে। প্রতিপক্ষকে আটকানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা আমরা করিনি। আমরা আমাদের সাধারণ খেলাটাই খেলতে চাই। দলগত ভাবেই আমাদের ওড়িশাকে হারাতে হবে।

মোহনবাগান কোচ হাবাস
Ishan Kishan: BCCI-র নির্দেশ অমান্য করার শাস্তি, বোর্ডের নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন ঈশান কিষাণ!
মোহনবাগান কোচ হাবাস
IPL 2024: বড় ধাক্কা গুজরাট টাইটান্সে, গোটা মরশুম থেকেই ছিটকে গেলেন মহম্মদ শামি!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in