Ishan Kishan: BCCI-র নির্দেশ অমান্য করার শাস্তি, বোর্ডের নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন ঈশান কিষাণ!

People's Reporter: ঈশান কিষাণকে নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই। ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে আসেন তিনি।
ঈশান কিষাণ
ঈশান কিষাণছবি সৌজন্যে ঈশান কিষাণের ট্যুইটার হ্যান্ডেল

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অমান্য করার কারণে শাস্তির মুখে পড়তে পারেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণ। নতুন মরশুমে বিসিসিআই-র চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে এই দুই ক্রিকেটারকে। এমনই জল্পনা শুরু হয়েছে।

ঈশান কিষাণকে নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই। ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে আসেন তিনি। তারপর থেকে বহুদিন 'নিখোঁজ' ছিলেন তিনি। সম্প্রতি দেখা যায় হার্দিক পাণ্ডিয়ার সাথে জিম সেশন করতে। বিসিসিআই-র কড়া নির্দেশ ছিল ইশান কিষাণকে রঞ্জি ট্রফি খেলতে হবে। কিন্তু তিনি তা শোনেননি। যার জেরে শাস্তি হতে পারে তারকা ব্যাটারের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদমাধ্যমে জানান, অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ২০২৩-২৪ মরশুমের জন্য চুক্তির আওতায় নেওয়ার জন্য ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করে ফেলেছে। খুব শীঘ্রই সেই তালিকা ঘোষণা করা হবে। তবে শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণের চুক্তি নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁদেরকে নেওয়া হবে নাকি বাদ দেওয়া হবে তা নিশ্চিত নয়। নির্দেশ থাকা সত্ত্বেও তাঁরা ঘরোয়া ক্রিকেট খেলছেন না। শৃঙ্খলাভঙ্গ করছেন তাঁরা।

এর আগে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, বিসিসিআই-র সাথে চুক্তিবদ্ধ হতে গেলে সেই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। তাঁরা যদি জাতীয় দলের ক্রিকেটার না হন তাহলে এই নিয়ম পালন করা বাধ্যতামূলক। রঞ্জি ট্রফিতে অংশ নিতেই হবে। অংশ না নিলে চুক্তি করা হবে না।

উল্লেখ্য, শ্রেয়াস আইয়ার বিসিসিআই-র সাথে 'গ্রেড বি' বিভাগে চুক্তি করেছিলেন। বার্ষিক বেতন ছিল ৩ কোটি টাকা। ঈশান কিষাণ 'গ্রেড সি' বিভাগের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তিনি পেতেন ১ কোটি টাকা।

ঈশান কিষাণ
IND vs ENG: লাঞ্চের আগেই ৩ উইকেট, অভিষেক টেস্টে নজির বাংলার আকাশের!
ঈশান কিষাণ
IPL 2024: বড় ধাক্কা গুজরাট টাইটান্সে, গোটা মরশুম থেকেই ছিটকে গেলেন মহম্মদ শামি!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in