
গতবার এটিকে মোহনবাগান আইএসএলে চ্যাম্পিয়ন হলেও ডিফেন্স নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল দলকে। সেই কারণে আগামী মরসুমে ডিফেন্স বেশ শক্ত করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।
আইএসএল’এ ওড়িশা, হায়দরাবাদ, বেঙ্গালুরু এফসির মতো টিমকে হারিয়েছিল মোহনবাগান। সেই আত্মবিশ্বাস নিয়েই সুপার কাপ শুরু করেছিল সবুজ মেরুন দল। কিন্তু তাদের আত্মবিশ্বাস কার্যত ধুলোয় মিশিয়ে যায়। সুপার কাপ থেকে বিদায়ের পর এবার দলে শক্তি সঞ্চয় করতে চায় মোহনবাগান।
এই পরিস্থিতিতে এএফসি কাপের যোগ্যতা অর্জনের পাশাপাশি দল গঠনের দিকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। হায়দরাবাদ এফসির তরুণ ডিফেন্ডার আকাশ মিশ্র’কে দলে প্রায় নিশ্চিত করে ফেলেছে সবুজ-মেরুন। সূত্রে জানা যাচ্ছে, ১৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নিতে চায় মোহনবাগান। মূলত ৪ বছরের চুক্তিতে আসতে পারেন তিনি। বছর প্রতি ৩ কোটি টাকা। সব মিলিয়ে দাঁড়ায় ১২ কোটি টাকা। তবে ট্রান্সফার ফি বাবদ তা গিয়ে পৌঁছায় ১৫ কোটি টাকায়।
শোনা যাচ্ছে, আকাশ মিশ্রর পাশাপাশি জামশেদপুর এফসির তারকা মিডফিল্ডার ইশান পান্ডিত’কেও আগামী মরশুমের জন্য় নিশ্চিত করতে চলেছে মোহনবাগান। বর্তমানে জামশেদপুর এফসির হয়ে খেলতে দেখা গেলেও আগামী মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে জামশেদপুরের। সেই সুযোগ কাজে লাগিয়েই ইশানকে সবুজ-মেরুনে আনতে চাইছে মোহনবাগান।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন