

বাংলা ফুটবলের ঢাকে কাঠি পড়ে গেলো। পঞ্চম ডিভিশনের গ্রুপ ‘বি’-র খেলা দিয়ে আগামী ২০ মে কলকাতা ফুটবল লিগ শুরু হবে। শুক্রবার দুপুরে আইএফএ অফিসে পঞ্চম ডিভিশনের গ্রুপ ‘বি’-র ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক করেন সচিব অনির্বান দত্ত।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২০ মে থেকে ৩১ মে-র মধ্যে পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপের খেলা শেষ করা হবে। শুধু চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে ৩১ মে-র পর। প্রসঙ্গত, পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপে মোট ১৪ টি দল আছে। কিন্তু এই বছরের লিগের জন্য আর্মেনিয়ান ও বাগমারি ক্লাব এখনও খেলার আগ্রহ প্রকাশ করেনি।
শেষ পযর্ন্ত যদি এই দুই ক্লাব অ্যাফিলিয়েশন জমা না দেয় তাহলে পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপের ১২ টা দল নিয়েই লিগ হবে বলে আইএফএ সূত্র থেকে জানা গিয়েছে। এদিন বৈঠকে পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপের কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৩ মে-র মধ্যে CRS করতে হবে। ১৮ মে-র মধ্যে কার্ড জমা করতে হবে। এবারও গতবারের মত বড় ক্লাবগুলি সুপার সিক্স থেকেই খেলবে। গতবার ইস্টবেঙ্গল আর মহামেডান খেললেও মোহনবাগান খেলেনি। তবে এবার মোহনবাগান আশ্বাস দিয়েছে কলকাতা লিগে নামবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন