Durand Cup: ডুরান্ডের কোয়ার্টার ফাইনালেও ডার্বির সম্ভাবনা! কী বলছে অঙ্ক?

মোহনবাগান দ্বিতীয় সেরাদের মধ্যে সেরা দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে পড়ল। কারণ, তাদের গোলপার্থক্য (+৬) যথেষ্ট ভালো ছিল।
ডার্বি ম্যাচ
ডার্বি ম্যাচছবি - ডুরান্ড কাপের ফেসবুক পেজ

ইস্টবেঙ্গলের পরে এবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠলো মোহনবাগান সুপার জায়ান্টও। রবিবার কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং ক্লাব ৬-০-র ব্যবধানে জামশেদপুর এফসি-কে হারানোয় অঙ্কের হিসেবে শেষ আটে সবুজ-মেরুন শিবির। কোয়ার্টার ফাইনালে তারা কাদের মুখোমুখি হবে, তা ঠিক হবে ড্রয়ের মাধ্যমে। অর্থাৎ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ফের কলকাতা ডার্বির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

গত শনিবার কলকাতা ডার্বিতে জয় ও গ্রুপের শেষ ম্যাচে পাঞ্জাব এফসিকে ১-০-য় হারানোর ফলে গ্রুপ সেরা হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে পড়ে ইস্টবেঙ্গল। ওই সময়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান এসজি-র সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে। একেই ডার্বিতে হার, তার ওপর ডুরান্ডের গ্রুপ পর্ব থেকে বিদায়ের মুখে পড়ে বেশ চাপে ছিলেন তাঁরা। কিন্তু রবিবার একদিকে নর্থইস্ট ইউনাইটেড ৩-১ ব্যবধানে ডাউনটাউন হিরোজকে হারানোয় এবং মহমেডান স্পোর্টিং ছ’গোলে জেতায় মোহনবাগান সুপার জায়ান্ট উঠে গেলো শেষ আটে।

ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী, ছ'টি গ্রুপে যারা দ্বিতীয় স্থানে থাকবে, তাদের মধ্যে থেকে সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে ওঠার ছাড়পত্র পাবে।

মোহনবাগান দ্বিতীয় সেরাদের মধ্যে সেরা দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে পড়ল। কারণ, তাদের গোলপার্থক্য (+৬) যথেষ্ট ভালো ছিল। রবিবার মহমেডানের জয়ের পর স্পষ্ট হয়ে যায়, মোহনবাগান এসজি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলছে।

গ্রুপ 'এফ' থেকে কোন দল শেষ আটে পৌঁছবে, তা ঠিক হবে সোমবার ভারতীয় সেনাবাহিনী ও রাজস্থান ইউনাইটেডের মধ্যে ম্যাচে। এই ম্যাচে জয়ী দল ভরাট করবে কোয়ার্টার ফাইনালের শেষ স্থানটি। এই একটি দলের অপেক্ষাতেই রয়েছে আয়োজকরা। তার পরেই হবে কোয়ার্টার ফাইনালের ড্র।

ডার্বি ম্যাচ
Azharuddin: তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন আজারুদ্দিন! কী বললেন প্রাক্তন তারকা?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in