

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ আজারুদ্দিন। বৃহস্পতিবার ভোটে লড়ার কথা নিজেই জানিয়েছেন আজারুদ্দিন।
বর্তমানে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে রয়েছেন আজারুদ্দিন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রথম নয় প্রাক্তন ক্রিকেট তারকার। তবে তেলেঙ্গানা থেকে যে তিনি লড়বেন তার নিশ্চয়তা ছিল না। বৃহস্পতিবার তিনি বলেন, "তেলেঙ্গানায় কংগ্রেস খুব ভালোভাবেই এগোচ্ছে। ট্রেন্ডস যা বলছে তাতে অ্যাডভান্টেজে আমরাই রয়েছি। নির্বাচনের লক্ষ্য নিয়েই আমাদের কাজ চলছে।"
তিনি আরও বলেন, "আমি হায়দরাবাদ থেকে নির্বাচনে লড়বো। তবে আমাদের নির্দিষ্ট কোনও লক্ষ্যমাত্রা এখনও নেই। অনেকেই বলছেন কংগ্রেস এই সিট বা ওই সিট জিতবে। সবকিছু পরিষ্কার হয়ে যাবে নির্বাচনের রেজাল্ট প্রকাশের পর।"
উল্লেখ্য, ২০১৮ সালে তেলেঙ্গানা প্রদেশে কংগ্রেসের কার্যকারী সভাপতি পদে নিয়োগ করা হয় আজারুদ্দিনকে। ভারতজোড়ো যাত্রাতেও রাহুল গান্ধীর সাথে হেঁটেছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। রাহুল যে তাঁর উপর ভরসা রেখেছেন তা তাঁর (আজারুদ্দিন) কথাতেই বোঝা যায়। ২০০৯ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে লোকসভা নির্বাচনে লড়ে জিতেছিলেন। ২০১৪ সালে রাজস্থানের মাধোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু জিততে পারেননি।
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ হতে পারে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। গত নির্বাচনে ১১৯ আসনের মধ্যে ১০২টি আসন জিতে ক্ষমতা দখল করে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (বর্তমানে ভারত রাষ্ট্রীয় সমিতি)। কংগ্রেস পেয়েছিল ৬টি এবং বিজেপির ঝুলিতে গিয়েছিল ২টি আসন। সকলকে পরাজিত করে কংগ্রেস ক্ষমতা দখল করতে পারে কিনা সেটাই দেখার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন