CFL: একাধিক সুযোগ নষ্টের পরেও নৈহাটিতে এরিয়ানকে হারালো ইস্টবেঙ্গল

শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণনির্ভর ফুটবল খেলে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ২ মিনিটেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল।
আজকের ম্যাচের মুহূর্ত
আজকের ম্যাচের মুহূর্তছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ

একের পরে এক গোলের সুযোগ হাতছাড়া। তবুও শনিবার নৈহাটিতে প্রতিবেশী ক্লাব এরিয়ানকে ২-০ গোলে হারালো ইস্টবেঙ্গল। এই হারের ফলে কলকাতা লিগে সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন থমকে গেলো এরিয়ানের।

শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণনির্ভর ফুটবল খেলে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ২ মিনিটেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর শট প্রতিহত করেন এরিয়ান গোলকিপার আকাশ। কর্নার থেকেও গোল করার সুযোগ এসেছিল লাল-হলুদ শিবিরের সামনে। কিন্তু গোল হয়নি।

৩৬ মিনিটের মাথায় এরিয়ান কিপার আকাশ গোল ছেড়ে বেরিয়ে এসে ইস্টবেঙ্গলের আক্রমণ প্রতিহত করেন। ৪৩ মিনিটের মাথায় কর্নার পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় এরিয়ান। ৪৪ মিনিটে ফের ইস্টবেঙ্গলের বক্সে আক্রমণে ওঠে এরিয়ান। তবে শট নেওয়ার আগেই বল ধরে নেন গোলরক্ষক। প্রথমার্ধের অতিরিক্ত ৪ মিনিট দেন রেফারি। সেখানেই বাজিমাত করে ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে জেসিন দূরপাল্লার শটে অসাধারণ গোল করেন। তার পরেই আবার গোল করলেন আমন।

হাফ টাইমের পরে ফের আক্রমণ শুরু করে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ৫৪ মিনিটের মাথায় এরিয়ান গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারলেন না বিষ্ণু। ৫৬ মিনিটে আবার বিষ্ণুর একটি শট ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। ৭৫ মিনিটের সঞ্জীবের দূরপাল্লার শট কিন্তু বল চলে যায় বাইরে। ৮০ মিনিটে এরিয়ান একটা সুযোগ পান কিন্তু সেটা মিস করলেন। ৮৯ মিনিটে মহিতোষ এরিয়ান গোলকিপারকে বক্সে একা পেয়েও গোল করতে পারেননি। ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলকে।

আজকের ম্যাচের মুহূর্ত
Messi: "বার্সেলোনা ছাড়তে চাইনি..." - ইন্টার মায়ামিতে গিয়ে মুখ খুললেন মেসি
আজকের ম্যাচের মুহূর্ত
Sourav Ganguly: 'কড়া আইন দরকার' - যাদবপুরকাণ্ডে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in