ISL 2023-24: বদলা নয়, ওড়িশার বিরুদ্ধে ৩ পয়েন্টই পাখির চোখ হুয়ানের

People's Reporter: বাগান কোচ বলেন, এখনও আমাদের সামনে প্রচুর ম্যাচ আছে। এই ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এসব নিয়ে ভাবছি না।
হুয়ান ফেরান্দো
হুয়ান ফেরান্দোছবি - সংগৃহীত

বদলা চাইছে মোহনবাগান সমর্থকরা। যে ওড়িশা এফসির কাছে মোহনবাগান ৫ গোল খেয়ে এএফসি থেকে বিদায় নেয় তাদের বিরুদ্ধেই খেলা। যদিও আইএসএলে পরপর ৫ ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান। তবে বাগান কোচ অবশ্য ওড়িশা ম্যাচ বদলার ম্যাচ হিসেবে দেখতে নারাজ।

হুয়ান ফেরান্দো বলেন, “বদলার কথা ভাবছিই না। আমাদের সামনে একটা ম্যাচ। দ্রুত তার জন্য তৈরি হতে হবে আমাদের। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলে রবিবার ফিরেছি আমরা। তারপরে হাতে দুদিন ছিল তৈরি হওয়ার জন্য। এখনও আমাদের সামনে প্রচুর ম্যাচ আছে। এই ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এসব নিয়ে ভাবছি না। খেলায় হারজিত আছে। যা হয়ে গিয়েছে, সেগুলো অতীত। সেগুলো আর বদলানো সম্ভব না। আরও ভালো খেলা ও জেতাই লক্ষ্য আমাদের। এর বেশি কিছু না”।

দলে বড়সড় কোনও বদলের পক্ষপাতী নন বাগান কোচ। দলের প্লেয়ায়ারদের ধারাবাহিক ভাবে খেলাতে জোর দেন হুয়ান। তিনি বলেন, “বিশাল কিছু পরিবর্তনের তো প্রয়োজন নেই। আমাদের সেই কাজগুলোই করতে হবে, যা আমি সব সময়ই বলে থাকি। বল নিয়ন্ত্রণে রাখো, জায়গা তৈরি করো। এর চেয়ে বেশি বিশেষ কিছু করার নেই”।

তিনি আরও বলেন, অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ঘরের মাঠে ম্যাচ হলে তো গুরুত্বপূর্ণ হবেই। তবে বেশি আগ্রাসন বা অনেক পরিবর্তন কোনওটারই দরকার নেই। এএফসি কাপের ম্যাচে কী হয়েছিল, তা আগেও বলেছি। এখন আমাদের লক্ষ্য বুধবারের আইএসএল ম্যাচে জেতা ও তিন পয়েন্ট অর্জন করা।

হুয়ান ফেরান্দো
'কতটা খারাপ সময় কাটিয়েছি বোঝানো সম্ভব নয়', নর্থ ইস্টকে ৫ গোলে হারিয়ে মন্তব্য ইস্টবেঙ্গল অধিনায়কের
হুয়ান ফেরান্দো
PAK vs NZ: টি-২০ সিরিজে ৫ বছর পর বিদেশের মাটিতে ইতিহাস পাক মহিলা ক্রিকেট দলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in