

ক্লেটন সিলভা ইস্টবেঙ্গল অধিনায়ক। কেরালা ব্লাস্টার্স ম্যাচে পেনাল্টি মিস করে খলনায়ক হয়ে যান। কিন্তু নর্থ ইস্টকে সোমবার যুবভারতীতে ৫-০ গোলে হারানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ব্রাজিলিয়ান তারকার। তিনি জোড়া গোল করেন।
ম্যাচ জয়ের পর তিনি জানান, "কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর সাপোর্ট স্টাফরা যেভাবে আমার পাশে থেকেছে, এর জন্য আমি কৃতজ্ঞ। হার মানিনি, লড়াই চালিয়ে গেছি। ফুটবলে ভালো-খারাপ দু-রকম দিনই আসবে। আমরা সবসময় চাই ভালো দিন বেশি আসুক। অনেকেই হয়তো জানে না আমরা কতটা পরিশ্রম করি। চার ম্যাচে জয় না পাওয়ায় আমরা কতটা কঠিন পরিস্থিতিতে কাটিয়েছি বোঝানো সম্ভব নয়। আইসএলে প্রতিটা ম্যাচই কঠিন।
তিনি আরও বলেন, "নর্থ ইস্ট ম্যাচটা মোটেও সহজ ছিল না। জয়টা অবশ্যই সন্তুষ্টির। এর আগে এভাবে না খেলার ফলে আমরা অনেক পয়েন্ট খুইয়েছি। গত চার ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছি আমরা। তিন পয়েন্ট পেয়ে খুবই ভালো লাগছে। এই লিগে এটাই দেখা যাচ্ছে যে, যাদের শারীরিক সক্ষমতা বেশি, যারা তার সুবিধা নিতে পারছে, তারা সফল হচ্ছে। আমাদেরও এ ভাবেই খেলার জন্য তৈরি থাকতে হবে"।
পাশাপাশি ক্লেটন বলেন, "নর্থ ইস্টের মতো ভালো দলের বিরুদ্ধে এত ভালো খেলাটা খুবই ভালো ব্যাপার। ৫-০ করেছি বলে ভাববেন না ওরা খারাপ দল। ওরা যথেষ্ঠ ভালো দল। অসাধারণ সব খেলোয়াড় আছে ওদের। ওদের মতো দলের বিরুদ্ধে পাঁচ গোলে জেতা। সত্যিই স্মরণীয়"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন