

পাঞ্জাবকে হারিয়ে আইএসএল-র ইতিহাসে রেকর্ড গড়লো মোহনবাগান। ঘরের মাঠে টানা ৯ ম্যাচ জিতল মোহনবাগান। এর আগে টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড ছিল চেন্নাইয়ন এফসির। পাশাপাশি একটি মরসুমে সবথেকে বেশি ক্লিনশিট রাখার রেকর্ড গড়লেন বিশাল কাইথ।
২০ ম্যাচে বিশালের ক্লিনশিটের সংখ্যা ১২। দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি গোয়ার ঋত্বিক তিওয়ারি। তিনি ১২ ম্যাচে ৫টি ক্লিনশিট রেখেছেন। পাশাপাশি আইএসএল-র ইতিহাসে ৫০টির বেশি ক্লিনশিটের মালিকও বিশাল কাইথ। ১৩৯ ম্যাচে ৫২টি ক্লিনশিট রয়েছে তাঁর। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। তিনি ১৫৭ ম্যাচে ৪৯টি ক্লিনশিট রাখতে পেরেছেন।
বুধবার যুবভারতীতে পাঞ্জাব এফসিকে ৩–০ গোলে হারায় মোহনবাগান। জোড়া গোল করেন জেমি ম্যাকলারেন এবং অন্য একটি গোল আসে লিস্টন কোলাসোর পা থেকে। এর ফলে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলল সবুজ মেরুন। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে জামশেদপুর।
এদিন ম্যাচে ৫৬ মিনিটে প্রথম গোলটি করেন ম্যাকলারেন। ৬২ মিনিটে দ্বিতীয় গোল করেন লিস্টন। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ম্যাকলারেন।
ম্যাচের পরে বাগান কোচ হোসে মোলিনা বলেন, 'খেলোয়াড়দের পরিশ্রম - সাফল্যের এটাই রহস্য। স্টাফ, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ম্যানেজমেন্ট, মালিক সবাই দলকে সাহায্য করছে। সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আর শেষে ফুটবলাররা দুর্দান্ত খেলেছে। গোলের সামনে সফল হচ্ছে। আমাদের গোলপোস্ট রক্ষা করছে, ক্লিন শিট বজায় রাখছে। অন্য কোনও গোপন রহস্য নেই। এটা সবার একসঙ্গে করা কঠোর পরিশ্রমের ফল।''
এছাড়া মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ইস্টবেঙ্গলকে কটাক্ষ করে বলেন, ''আমরা আজকে ব্যর্থ রেফারি ম্যানেজ করতে পারিনি। তাই আমাদের বিরুদ্ধে ২ টো সিদ্ধান্ত যায়। আমরা বিপক্ষ হিসেবে ২-৩ দের দেখছি। ১০-১১ নম্বর টিমের বিষয়ে কথা বলব না।''
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন