

ইংল্যান্ড সিরিজে বিধ্বংসী ইনিংস খেলার উপহার পেলেন অভিষেক শর্মা। আইসিসি টি-২০ ব্যাটিং র্যাঙ্কিং-এ ৩৮ ধাপ এগোলেন তিনি। বর্তমানে ট্রাভিস হেডের পরই দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক। একধাপ নামলেন তিলক বর্মা।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০তে ৩৭ বলে ১০০ রান করে সকলকে চমকে দিয়েছিলেন অভিষেক শর্মা। আন্তর্জাতিক টি-২০তে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সর্বাধিক রানের রেকর্ড গড়েন। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুবমন গিল ১২৬ রান করেছিলেন। এমনকি রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মার এক ম্যাচে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও ভাঙেন অভিষেক। তাঁরা সকলেই ১০টি ছক্কা মেরেছিলেন। কিন্তু অভিষেক শর্মা ১৩টি ছয় মারেন।
এই বিধ্বংসী ইনিংসের ফলে ৮২৯ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রমতালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ৮০৩ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছেন তিলক বর্মা। ৮৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। ৭৯৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমেছেন ইংল্যান্ডের ফিল সল্ট। একধাপ নেমে পঞ্চম স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর পয়েন্ট ৭৩৮।
অন্যদিকে টি-২০ বোলিং র্যাঙ্কিং-এ একধাপ নেমে নবম স্থানে রয়েছেন আর্শদীপ সিং (পয়েন্ট ৬৫২)। ৪ ধাপ উপরে উঠেছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই (৬৭১)। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। ৩ ধাপ উপরে উপরে উঠে দ্বিতীয় স্থানে রয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর পয়েন্ট ৭০৫।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন