ICC: ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসের পুরস্কার, আইসিসি র‍্যাঙ্কিং-এ ৩৮ ধাপ লাফ অভিষেক শর্মার

People's Reporter: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০তে ৩৭ বলে ১০০ রান করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সর্বাধিক রানের রেকর্ড গড়েন।
অভিষেক শর্মা
অভিষেক শর্মাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ইংল্যান্ড সিরিজে বিধ্বংসী ইনিংস খেলার উপহার পেলেন অভিষেক শর্মা। আইসিসি টি-২০ ব্যাটিং র‍্যাঙ্কিং-এ ৩৮ ধাপ এগোলেন তিনি। বর্তমানে ট্রাভিস হেডের পরই দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক। একধাপ নামলেন তিলক বর্মা।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০তে ৩৭ বলে ১০০ রান করে সকলকে চমকে দিয়েছিলেন অভিষেক শর্মা। আন্তর্জাতিক টি-২০তে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সর্বাধিক রানের রেকর্ড গড়েন। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুবমন গিল ১২৬ রান করেছিলেন। এমনকি রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মার এক ম্যাচে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও ভাঙেন অভিষেক। তাঁরা সকলেই ১০টি ছক্কা মেরেছিলেন। কিন্তু অভিষেক শর্মা ১৩টি ছয় মারেন।

এই বিধ্বংসী ইনিংসের ফলে ৮২৯ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রমতালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ৮০৩ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছেন তিলক বর্মা। ৮৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। ৭৯৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমেছেন ইংল্যান্ডের ফিল সল্ট। একধাপ নেমে পঞ্চম স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর পয়েন্ট ৭৩৮।

অন্যদিকে টি-২০ বোলিং র‍্যাঙ্কিং-এ একধাপ নেমে নবম স্থানে রয়েছেন আর্শদীপ সিং (পয়েন্ট ৬৫২)। ৪ ধাপ উপরে উঠেছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই (৬৭১)। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। ৩ ধাপ উপরে উপরে উঠে দ্বিতীয় স্থানে রয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর পয়েন্ট ৭০৫।

অভিষেক শর্মা
Rashid Khan: বিশ্বরেকর্ড রাশিদ খানের! সর্বাধিক উইকেটের নিরিখে টপকালেন ক্যারিবিয়ন তারকাকে
অভিষেক শর্মা
Cristiano Ronaldo: 'আমিই সর্বকালের সেরা' - জন্মদিনের আগে দাবি রোনাল্ডোর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in