
ভারতের জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক হল যশস্বী জয়সওয়াল এবং হর্ষিত রানার। অন্যদিকে দলে রাখা হল না বিরাট কোহলি, ঋষভ পন্থকে। টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু দলে রাখা হয়নি তারকা ক্রিকেটার কোহলিকে। চোটের কারণেই তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। টস করতে এসে তিনি বলেন, "এই ম্যাচে কোহলি খেলতে পারছে না। গতকাল রাত থেকে ওর হাঁটুতে একটা সমস্যা হয়েছে। সেই কারণেই তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি"। দলের আর এক তারকা ব্যাটার ঋষভকেও বসানো হয়েছে। কী কারণে তাঁকে দলের বাইরে রাখা হয়েছে তা জানা যায়নি। তাঁর পরিবর্তে উইকেট কিপিং করছেন কে এল রাহুল।
অন্যদিকে, ভারতের জার্সিতে একদিনের দলে অভিষেক হল যশস্বী জয়সওয়াল এবং বোলার হর্ষিত রানার। এর আগে দুই ক্রিকেটারই টি-২০ এবং টেস্ট দলে খেলেছেন। পাশাপাশি বিশ্বকাপের পর ভারতের একদিনের দলে ফিরলেন শামি। প্রথম ওভারেই কোনও রান দেননি তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৭৭। ক্রিজে রয়েছেন জো রুট এবং জস বাটলার। ২৬ বল খেলে ৪৩ রানে আউট হয়েছেন ফিল সল্ট। ৩২ রান করে হর্ষিত রানার বলে আউট হয়েছেন বেন ডাকেট। ৩ বল খেলে শূন্য রানেই ফিরতে হয়েছে হ্যারি ব্রুককে। হর্ষিত রানা ৫ ওভার বল করে ৪৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। মহম্মদ শামি ৪ ওভার বল করে ১৯ রান দিয়েছেন।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুবমন গিল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং মহম্মদ শামি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন