

চলতি কলকাতা লিগে নিম্নমানের রেফারিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য-সমর্থকরা। বুধবার দুপুরে সিআরএতে গিয়ে সচিব উদয়ন হালদারকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন সাদা কালো সমর্থকদের একাংশ।
তাঁদের অভিযোগ, প্রতি ম্যাচে রেফারিদের ভুল সিদ্ধান্তে ভুগতে হচ্ছে তাঁদের দলকে। নিরপেক্ষ রেফারিং এবং বিশেষ করে রেফারি দীপু রায় যাতে আর আর কোনো ম্যাচ না পায় সেই দাবি জানান তাঁরা।
উদয়ন হালদার জানান, সমর্থকদের সঙ্গে ওদের কর্তা বেলাল আহমেদ খানও আসেন। শান্তিপূর্ণই ছিল ওদের কর্মসূচি। নিরপেক্ষ রেফারি আর দীপু রায় যাতে মহামেডান ম্যাচ না পায় সেই দাবি জানিয়েছে তারা। আমরা এটা নিয়ে আলোচনা করব।'
প্রসঙ্গত, কলকাতা লিগে আর্মি রেড ম্যাচে মহামেডান সমর্থকরা রেফারি দীপু রায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে বোতল ছোড়েন। ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়ে সমর্থকরা। সাদা কালো কর্তাদের অনুরোধ সত্ত্বেও দামাল সমর্থকদের আটকানো যায়নি। ম্যাচ ১০ মিনিট বন্ধ রাখা হয়। ১৭ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। ফেন্সিং টপকানোর সময় পড়ে যান সমর্থক শেখ সিরাজউদ্দিন। তারপরই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন