খারাপ খবর লাল হলুদে - ডার্বি ফাইনালে চোট পেয়ে গোটা মরসুমে অনিশ্চিত এই ডিফেন্ডার

ডার্বিতে হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে ইস্টবেঙ্গল ডিফেন্ডারের। রবিবার ম্যাচের আধ ঘণ্টা পরেই চোট পান এলসে। মাঠেই বেশ কিছুক্ষণ চিকিৎসা করা হয় তাঁর। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি।
জর্ডান এলসে
জর্ডান এলসেফাইল চিত্র - সংগৃহীত
Published on

একেই ডুরান্ড ফাইনালে ডার্বি হেরে হতাশ ইস্টবেঙ্গল। তার মাঝেই আগামী মরসুমের জন্য লাল হলুদে এলো খারাপ খবর। গোটা মরসুম থেকেই ছিটকে যাওয়ার পথে তাঁদের ডিফেন্ডার জর্ডান এলসে।

ডার্বিতে হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে ইস্টবেঙ্গল ডিফেন্ডারের। রবিবার ম্যাচের আধ ঘণ্টা পরেই চোট পান এলসে। মাঠেই বেশ কিছুক্ষণ চিকিৎসা করা হয় তাঁর। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। ভালোভাবে ছুটতে পারছিলেন না এলসে। তাই তাঁকে পরিবর্তন করে পারদো'কে নামান কোচ কার্লেস। এলসের মতো তারকা ফুটবলার মাঠের বাইরে চলে যাওয়ায় খেলায় বেশ খানিকটা ছন্দ পতন ঘটে ইস্টবেঙ্গলের। যদিও পরে তা সামলে নেন পারদো।

১৩২ তম ডুরান্ড জিতে ১৭তম ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান । দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে তারা শেষবার খেতাব জেতে ২০০০-এ। সেবার ফাইনালে মাহিন্দ্রা ইউনাইটেডকে গোল্ডেন গোলে হারিয়ে কাপ জেতে। তার পর তিন-তিনবার তারা ফাইনালে উঠেও হেরে যায়। ২০০৪-এ ইস্টবেঙ্গলের কাছে, ২০০৯-এ চার্চিল ব্রাদার্সের কাছে এবং ২০১৯-এ গোকুলাম কেরালা এফসি-র কাছে। ২৩ বছর পরে তারা ফের স্বমহিমায় ফিরল ডুরান্ড জয় করে।

এ দিন নিশু কুমারের জায়গায় মহম্মদ রকিপকে প্রথম এগারোয় রেখে দল নামায় ইস্টবেঙ্গল। অন্যদিকে, মোহনাবগানের প্রথম এগারোয় কিন্তু দেখা যায়নি জেসন কামিংসকে। প্রত্যাশামতোই দুই দলকেই এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায়। শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েই যে নেমেছিল দু’পক্ষ

জর্ডান এলসে
‘সব দল ৩০ জন ফুটবলারকে খেলিয়েছে‌, কিন্তু মোহনবাগান ৩৪ জনকে খেলিয়েছে’ - কুয়াদ্রাত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in