Mohammad Shami: অস্ট্রেলিয়া যাবেন শামি? NCA-র সবুজ সঙ্কেতের অপেক্ষায় তারকা পেসার

People's Reporter: চোট কাটিয়ে ফেরার পর রঞ্জি ট্রফিতে বল হাতে ফিরেছিলেন শামি। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্স করে দারুণ ছন্দে রয়েছেন।
মহম্মদ শামি
মহম্মদ শামিছবি - মহম্মদ শামির ফেসবুক পেজ
Published on

মহম্মদ শামির অস্ট্রেলিয়া যাত্রা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলার হয়ে খেলছিলেন শামি। বরোদার কাছে পরাজয়ের পর বাংলার টি-টোয়েন্টি অভিযান শেষ হলেও, শামির বিদেশ সফর নিয়ে কোনও স্পষ্টতা আসেনি। আপাতত তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) ট্রেনিং করবেন বলে জানা গিয়েছে।

চোট কাটিয়ে ফেরার পর রঞ্জি ট্রফিতে বল হাতে ফিরেছিলেন শামি। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্স করে দারুণ ছন্দে রয়েছেন। উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও নজর কেড়েছেন বাংলার তারকা পেসার। তবে বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর অংশগ্রহণ নিয়ে এখনও জটিলতা কাটেনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শামি টেস্টের দীর্ঘ স্পেলের ধকল সামলাতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

১৪ ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সেখানে শামির খেলার সম্ভাবনা কার্যত নেই। তবে অস্ট্রেলিয়ায় গেলে শেষ দুই টেস্টে খেলতে পারেন তিনি। বিসিসিআই সূত্রে জানা যায়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (NCA) থেকে শামির ফিটনেস রিপোর্ট পাঠানো হবে ভারতীয় দলের কাছে। NCA থেকে সবুজ সংকেত পেলেই শামিকে ডেকে নেওয়া হবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য।

অন্যদিকে, ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। শামি যদি অস্ট্রেলিয়ায় না যান, তাহলে তিনি বাংলার হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। তবে এনসিএ থেকে সবুজ সংকেত কবে আসবে, তা এখনও স্পষ্ট নয়।

মহম্মদ শামি
ICC Test Rankings: লাগাতার ব্যর্থতা, আইসিসি ক্রম তালিকায় পতন রোহিত-বিরাটের!
মহম্মদ শামি
ISL 2024-25: ওড়িশা ম্যাচের আগে চোটের কবলে ইস্টবেঙ্গলের তারকা বিদেশিরা! ভারতীয়দের উপর আস্থা অস্কারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in