ICC: ওভালের দুরন্ত স্পেলই এনে দিল সম্মান! আইসিসি আগস্ট মাসের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ

People's Reporter: দুই ইনিংসে মোট নয় উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে তাঁর দুরন্ত পাঁচ উইকেট ছিল দলের জয়ের মূল চাবিকাঠি।
মহম্মদ সিরাজ
মহম্মদ সিরাজছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

আগস্ট মাসের আইসিসি সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। ওভাল টেস্টে তাঁর অসাধারণ পারফর্ম্যান্সই এই খেতাব জিততে সাহায্য করেছে।

সিরাজ আগস্ট মাসে একমাত্র ওই ম্যাচেই খেলেছিলেন। দুই ইনিংসে মোট নয় উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন। দ্বিতীয় ইনিংসে তাঁর দুরন্ত পাঁচ উইকেট ছিল দলের জয়ের মূল চাবিকাঠি। ওই জয়ের সুবাদেই অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ২-২ সমতায় শেষ হয়। সিরাজকে সেই ম্যাচের সেরা খেলোয়াড়ও ঘোষণা করা হয়।

সিরাজ আগস্ট মাসের সেরা পুরস্কারের দৌড়ে হারিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলসকে। পুরো পাঁচ ম্যাচের সিরিজে একমাত্র ভারতীয় পেসার হিসেবে সবগুলো টেস্ট খেলেন তিনি। পাশাপাশি সিরিজের সর্বাধিক উইকেটও নেন তিনি। মোট ২৩ উইকেট, গড় ৩২.৪৩, যার মধ্যে ছিল দুটি পাঁচ উইকেট।

পুরস্কার পাওয়ার পর সিরাজ বলেন, “আইসিসি মাসের সেরা নির্বাচিত হওয়া বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি আমার খেলা অন্যতম কঠিন সিরিজ। গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখতে পেরে আমি গর্বিত। এই পুরস্কার শুধু আমার নয়, পুরো দল ও সাপোর্ট স্টাফের।”

তাঁর এই সাফল্যে মুগ্ধ হয়েছেন ভারতীয় কিংবদন্তি ও আইসিসি হল অব ফেমার সচিন তেন্ডুলকরও। ওভাল টেস্টের পর সিরাজ উঠে এসেছেন কেরিয়ার-সেরা টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে, যা প্রমাণ করে ভারতীয় বোলিং আক্রমণে তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

মহম্মদ সিরাজ
Asia Cup 2025: 'অ-ক্রীড়াসুলভ আচরণ' - ভারতীয় ক্রিকেটারদের 'হ্যান্ডশেক' না করা নিয়ে সরব পাক বোর্ড!
মহম্মদ সিরাজ
উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থায় ৩৫ লক্ষ টাকার 'কলা কেলেঙ্কারি'! দুর্নীতির অভিযোগে BCCI-কে নোটিশ আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in