

ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন নজির গড়লেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই তারকা উইকেট কিপার ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়লেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার রেকর্ড আগেই গড়েছিলেন রিজওয়ান। এবার আরও এক বিশ্বরেকর্ড গড়ে নিজের মুকুটে নতুন পালক লাগালেন।
২০১৫ সালে এক ক্যালেন্ডার বর্ষে ১৬৬৫ রান করেছিলেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইল। যা কিনা এতোদিন পর্যন্ত এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রানের রেকর্ড হিসেবে ছিলো। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ৫ রান করার সাথে সাথেই সেই রেকর্ড টপকে গেলেন রিজওয়ান।
স্কটিশদের বিরুদ্ধে এদিন অবশ্য ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি রিজওয়ান। ১৫ রান করেই ফিরে যেতে হয় তাঁকে। তবে যাওয়ার আগে বিশ্বরেকর্ড গড়ে যান তিনি। চলতি ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে রিজওয়ানের সংগ্রহ ১৬৭৬ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি এবং চতুর্থ স্থানে বাবর আজম। বিরাট ২০১৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬১৪ রান করেছিলেন এবং বাবর ২০১৯ সালে সংগ্রহ করেছিলেন ১৬০৭ রান।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে পাকিস্তান। সেমিফাইনালের টিকিট তারা নিশ্চিত করেছে অনেক আগেই। এদিন নিয়মরক্ষার ম্যাচে স্কটল্যান্ডের সামনে ১৯০ রানের বড় লক্ষ্য রেখেছে পাকিস্তান। পাক অধিনায়ক বাবর আজমের ৬৬ রানের অনবদ্য ইনিংসের পর ব্যাট হাতে মাত্র ১৮ বলেই যুগ্মভাবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন শোয়েব মালিক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন