Mohammad Rizwan: ক্রিস গেইলের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন মহম্মদ রিজওয়ান

গেইলের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন নজির গড়লেন মহম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়লেন তিনি।
মহম্মদ রিজওয়ান
মহম্মদ রিজওয়ানছবি সংগৃহীত
Published on

ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন নজির গড়লেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই তারকা উইকেট কিপার ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়লেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার রেকর্ড আগেই গড়েছিলেন রিজওয়ান। এবার আরও এক বিশ্বরেকর্ড গড়ে নিজের মুকুটে নতুন পালক লাগালেন।

২০১৫ সালে এক ক্যালেন্ডার বর্ষে ১৬৬৫ রান করেছিলেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইল। যা কিনা এতোদিন পর্যন্ত এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রানের রেকর্ড হিসেবে ছিলো। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ৫ রান করার সাথে সাথেই সেই রেকর্ড টপকে গেলেন রিজওয়ান।

স্কটিশদের বিরুদ্ধে এদিন অবশ্য ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি রিজওয়ান। ১৫ রান করেই ফিরে যেতে হয় তাঁকে। তবে যাওয়ার আগে বিশ্বরেকর্ড গড়ে যান তিনি। চলতি ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে রিজওয়ানের সংগ্রহ ১৬৭৬ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি এবং চতুর্থ স্থানে বাবর আজম। বিরাট ২০১৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬১৪ রান করেছিলেন এবং বাবর ২০১৯ সালে সংগ্রহ করেছিলেন ১৬০৭ রান।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে পাকিস্তান। সেমিফাইনালের টিকিট তারা নিশ্চিত করেছে অনেক আগেই। এদিন নিয়মরক্ষার ম্যাচে স্কটল্যান্ডের সামনে ১৯০ রানের বড় লক্ষ্য রেখেছে পাকিস্তান। পাক অধিনায়ক বাবর আজমের ৬৬ রানের অনবদ্য ইনিংসের পর ব্যাট হাতে মাত্র ১৮ বলেই যুগ্মভাবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন শোয়েব মালিক।

মহম্মদ রিজওয়ান
Chris Gayle: অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ক্রিস গেইল!
মহম্মদ রিজওয়ান
T-20 তে প্রথম ১৪ হাজার রানের গণ্ডী পেরোলেন ক্রিস গেইল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in