মিচেল স্টার্ক
মিচেল স্টার্কছবি - সংগৃহীত

IPL 2024: নাইট শিবিরে স্বস্তি, দলে ফিরছেন রেকর্ড দামে বিক্রি হওয়া অজি পেসার স্টার্ক

People's Reporter: ২০১৮ সালে কেকেআর স্টার্কে নিলেও, টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান অজি পেসার। ছ'বছর পর নাইটদের দলে ফিরছেন স্টার্ক।
Published on

আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএলের অভিযান শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। তার আগে খুশির খবর নাইট শিবিরে। অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক চলে এলেন নাইট শিবিরে যোগ দিতে।

২০১৮ সালে কেকেআর স্টার্ককে দলে নিলেও, টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান অজি পেসার। তার ছ'বছর পর নাইটদের দলে ফিরছেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার তিনিই। ২৪.৭৫ কোটি দিয়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকাকে কিনে চমক দিয়েছে কেকেআর।

অন্যদিকে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার নাইট শিবিরে যোগ দেওয়ার চব্বিশ ঘণ্টা পরে অনুশীলন করার পাশাপাশি প্রাকটিস ম্যাচেও খেললেন। যদিও চোট সরিয়ে ওঠা শ্রেয়সকে খুব একটা ফিট লাগেনি। তবে ধীরে ধীরে নিজেকে তুলে ধরেন।

প্র্যাকটিস ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নামেন শ্রেয়স। রবিবার ইডেনে সন্ধ্যা ৭ টায় প্র্যাকটিস ম্যাচ খেলতে নামে নাইটরা। টিম গোল্ড এবং টিম পার্পল হিসেবে দুই ভাগে তারা প্রাকটিস করে।

কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ -

হায়দরাবাদ (২৩ মার্চ)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৯ মার্চ) এবং

দিল্লি ক্যাপিটালস (৩ এপ্রিল)।

মিচেল স্টার্ক
IPL 2024: ইডেনে টিকিটের দাম ঘোষণা সিএবির, এক নজরে দেখুন
মিচেল স্টার্ক
FIFA: পরিকাঠামো উন্নয়নে জোর, ২০২৫ থেকেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পরিবর্তন আনতে চলেছে ফিফা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in