IPL 2024: ইডেনে টিকিটের দাম ঘোষণা সিএবির, এক নজরে দেখুন

People's Reporter: সর্বনিম্ন দাম হয়েছে ৭৫০ টাকা। এছাড়া ১০০০, ১৫০০, ২০০০, ৩০০০, ৩৫০০ টাকা মূল্যের টিকিটও থাকছে। গ্যালারির নির্দিষ্ট একটি অংশের জন্য থাকছে ৮৫০০ টাকা দামের টিকিটও।
ইডেন গার্ডেন্স
ইডেন গার্ডেন্সছবি - সংগৃহীত

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। আর আইপিএলের টিকিটের দাম নির্ধারিত করলো কেকেআর। সর্বনিম্ন দাম হয়েছে ৭৫০ টাকা। এছাড়া ১০০০, ১৫০০, ২০০০, ৩০০০, ৩৫০০ টাকা মূল্যের টিকিটও থাকছে। গ্যালারির নির্দিষ্ট একটি অংশের জন্য থাকছে ৮৫০০ টাকা দামের টিকিটও। কর্পোরেট বক্সের জন্য টিকিটের দাম আলাদা।

সিএবি সূত্রে খবর, আগামী সোম অথবা মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। ১৫ মার্চ থেকে কলকাতা নাইট রাইডার্স তাদের চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করবে ইডেনে।আপাতত ৭ এপ্রিল অবধি সূচিতে ইডেনে একটা ম্যাচ আছে কেকেআরের। ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। এরপর লোকসভা নির্বাচন ঘোষণা হলে তারপর সেই অনুযায়ী সুবিধা মত ম্যাচ দেবে বোর্ড।

এবার প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরকে দলের মেন্টর করা হয়েছে। গম্ভীরের নেতৃত্বেই দল ২০১২ আর ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়। এরপর আর ট্রফি পায়নি নাইটরা। গম্ভীর আসার ফের আশার আলো দেখতে পাচ্ছে কে কে আর সমর্থকরা।

কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ - হায়দরাবাদ (২৩ মার্চ), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৯ মার্চ) এবং দিল্লি ক্যাপিটালস (৩ এপ্রিল)।

ইডেন গার্ডেন্স
French Open Badminton 2024: তাইওয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেন জয় চিরাগ-সাত্ত্বিকের
ইডেন গার্ডেন্স
বহরমপুরে অধীরের বিরুদ্ধে ইউসুফের লড়াই ব্রেট লি-কে সামলানোর মতোই কঠিন, মন্তব্য সৌরভের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in