বহরমপুরে অধীরের বিরুদ্ধে ইউসুফের লড়াই ব্রেট লি-কে সামলানোর মতোই কঠিন, মন্তব্য সৌরভের

People's Reporter: ইউসুফ দাঁড়িয়েছেন বহরমপুরে। যে আসনে তিন দশক ধরে জিতে আসছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিছবি - সংগৃহীত

রবিবার ব্রিগেড সমাবেশ থেকে আগামী লোকসভা ভোটে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য কীর্তি আজাদকে বর্ধমান-দুর্গাপুর এবং ভারতের হয়ে ২০০৭ টি-২০ ও ২০১১ বিশ্বকাপজয়ী অল রাউন্ডার ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে টিকিট দিয়েছে তারা।

ইউসুফের কেন্দ্র বহরমপুরে তিন দশক ধরে জিতে আসছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এই অধীরকে 'ব্রেট লি'র সাথে তুলনা করলেন।

সৌরভ গাঙ্গুলি বলেন, "রাজনীতি খারাপ নয়। ভালো তো। সমাজকে পাল্টানোর সুযোগ থাকে। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন। ইউসুফ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে। সেই সূত্রে এখানে দাঁড়াবে অধীরবাবুর বিরুদ্ধে। অধীর চৌধুরী অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি বহুদিন ধরে রাজনীতি করছেন। মোট পাঁচবারের জয়ী, সেখানে ইউসুফের লড়াই ক্রিকেটের বাইশগজে ব্রেট লিকে সামলানোর মতোই কঠিন।"

২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পান ইউসুফ। ভারত-পাকিস্তান ফাইনালে দেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। আর সেই ম্যাচ জিতে ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ২০১২ সাল পর্যন্ত দেশের জার্সিতে টি-২০ ক্রিকেট খেলেন। ২০০৮ সালে একদিনের ক্রিকেটে হাতেখড়ি। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত, টানা ছ'বছর কেকেআরে খেলেন। ২০১২ আর ২০১৪ সালে আইপিএল জেতেন।

সৌরভ গাঙ্গুলি
ISL 2023-24: ৫ গোলে জিততে না পেরে হতাশ হাবাস!
সৌরভ গাঙ্গুলি
French Open Badminton 2024: তাইওয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেন জয় চিরাগ-সাত্ত্বিকের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in