বান্ধবীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার ম্যাসন গ্রিনউড, কী সিদ্ধান্ত নিল ম্যান ইউ?

রবিবার গ্রিনউডের বান্ধবী হ্যারিয়েট রবসন ইনস্টাগ্রামে ছবি ও ভিডিয়ো পোস্ট করে তারকা ফুটবলারের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। এরপরেই গ্রেটার ম্যানচেস্টার পুলিশ গ্রেফতার করেন গ্রিনউডকে।
ম্যাসন গ্রিনউড
ম্যাসন গ্রিনউডফাইল ছবি

বান্ধবীকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ম্যাসন গ্রিনউড। সোশ্যাল মিডিয়াতে গ্রিনউডের বিরুদ্ধে তাঁকে নির্যাতনের অভিযোগ তোলেন এক মহিলা। যিনি আবার গ্রিনউডের বান্ধবী বলেই পরিচিত। ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই ২০ বর্ষীয় তারকাকে গ্রেফতার করেছে গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ।

রবিবার গ্রিনউডের বান্ধবী হ্যারিয়েট রবসন ইনস্টাগ্রামে ছবি ও ভিডিয়ো পোস্ট করে তারকা ফুটবলারের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। এরপরেই গ্রেটার ম্যানচেস্টার পুলিশ গ্রেফতার করেন গ্রিনউডকে। তারা নাম প্রকাশ না করলেও জানায় যে ২০ বর্ষীয় এক ফুটবলারকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখছে তারা।

এই ঘটনার পর ম্যানচেস্টার ইউনাইটেডের তরফ থেকে গ্রিনউডকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে। রেড ডেভিলরা বিজ্ঞপ্তি জারি করে জানায়, "সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলির সম্পর্কে এবং একে কেন্দ্র করে ওঠা অভিযোগের বিষয়ে আমরা অবগত। পুরো বিষয়ে তদন্ত না হওয়া পর্যন্ত এই নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ম্যানচেস্টার ইউনাইটেড কোনও রকম হিংসাকে সমর্থন করে না। অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করা হল মেসন গ্রিনউডকে। দলের অনুশীলনে বা ম্যাচে গ্রিনউডকে ঢুকতে দেওয়া হবে না।"

গ্রিনউড তাঁর বিরুদ্ধে ওঠা এমন চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। ডেইলি মেল-এর রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডে গ্রিনউডের সতীর্থরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করা শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গ্রিনউডকে আনফলো করেছেন। এছাড়াও আনফলো করেছেন ডেভিড দি হিয়া, পল পোগবা এবং মার্কাস র‍্যাশফোর্ড।

ম্যাসন গ্রিনউড
ISL 2021-22: রোশন সিংয়ের একমাত্র গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে চতুর্থ স্থানে ব্যাঙ্গালুরু এফসি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in