ISL 2021-22: রোশন সিংয়ের একমাত্র গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে চতুর্থ স্থানে ব্যাঙ্গালুরু এফসি

মরশুমের শুরুটা ভালো না হলেও মাঝের দিকে এসে ছন্দ ফিরে পেয়েছে ব্যাঙ্গালুরু। এই নিয়ে টানা আট ম্যাচে অপরাজিত রয়েছে তারা। যার মধ্যে রয়েছে চারটি জয়।
ব্যাঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স
ব্যাঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্সছবি ISL-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

রোশন সিংএর একমাত্র গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু এফসি। জয়ের সাথে সাথেই পয়েন্ট তালিকার চতুর্থ স্থানেও উঠে এসেছে মার্কো পেজ্জাউলিদের দল। মরশুমের শুরুটা ভালো না হলেও মাঝের দিকে এসে ছন্দ ফিরে পেয়েছে ব্যাঙ্গালুরু। এই নিয়ে টানা আট ম্যাচে অপরাজিত রয়েছে তারা। যার মধ্যে রয়েছে চারটি জয়।

তিলক ময়দান স্টেডিয়ামে এদিন দলগত ভাবে দুরন্ত ফুটবল খেললো ব্যাঙ্গালুরু। রক্ষণভাগে প্রতীক,পরাগ, রোশনরা ছিলেন অনবদ্য। মাঝ মাঠে সুরেশ সিং, ব্রুনো রামিরেজ, দানিশ ফারুক তাঁদের সর্বোচ্চটা উজাড় করে দেন। আক্রমণে উদান্ত সিং, সুনীল ছেত্রীও নজর কাড়েন। তবে এই ম্যাচে ব্যাঙ্গালুরুর হয়ে সবসময়ই আলো ছড়িয়েছেন গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু। তে কাঠির নীচে দাঁড়িয়ে অন্তত চারটি গোল অনবদ্য ভাবে বাঁচিয়েছেন তিনি।

আক্রমণ-প্রতি আক্রমণে খেলাটা শুরু হলেও প্রথমার্ধে দুই দলই গোলের মুখ খুলতে পারেনি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে এসে গোলের দেখা পায় ব্যাঙ্গালুরু। ৫৬ মিনিটের মাথায় অনবদ্য এক গোলে পেজ্জাউলিদের এগিয়ে দেন রোশন সিং। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে তিন পয়েন্ট অর্জন করেন সুনীল ছেত্রীরা।

রবিবার কেরালাকে হারিয়ে এক লাফে লীগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্যাঙ্গালুরু এফসি। ১৪ ম্যাচের শেষে ব্যাঙ্গালুরুর পয়েন্ট ২০। সুনীল-উদান্তরা ৫ টি ম্যাচ জিতেছেন এবং পাঁচটিতে ড্র করেছেন। অন্যদিকে ব্যাঙ্গালুরুর সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স। তবে ইভান ভুকোমানোভিচেরা খেলেছেন ব্যাঙ্গালুরুর থেকে দুটি ম্যাচ কম।

ব্যাঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স
ইতিহাস রচনা নাদালের, মেদভেদেভকে হারিয়ে Australian Open চ্যাম্পিয়ন স্প্যানিশ কিংবদন্তী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in