
পর্তুগিজ জাতীয় দলের প্লেয়ার তথা লিভারপুলের ফুটবলার দিয়োগো জোটার (Diogo Jota) অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। প্রিমিয়ার লিগের ক্লাবগুলি বিশ্বাস করতেই পারছে না যে দিয়োগো আর নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে ইউরোপিয়ন জায়ান্টরা।
ম্যানচেস্টার সিটির তরফ থেকে জানানো হয়, "ক্লাবের সকলেই দিয়োগো জোটার মৃত্যু সম্পর্কে এই ভয়াবহ সংবাদ শুনে মর্মাহত এবং দুঃখিত। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং লিভারপুল ফুটবল ক্লাবের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাই"।
শোকজ্ঞাপন করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। রেড ডেভিলসদের পক্ষ থেকে জানানো হয়, “এই হৃদয়বিদারক সংবাদের পর দিয়োগো জোটা, তাঁর ভাই আন্দ্রে এবং লিভারপুল এফসির সাথে যুক্ত সকল প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা”।
চেলসির পক্ষ থেকে লেখা হয়, “দিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রের মর্মান্তিক মৃত্যুতে চেলসি এফসির সকলেই শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তাঁদের পরিবার, বন্ধুবান্ধব এবং লিভারপুল এফসির সকলের প্রতি আমাদের সমবেদনা”।
সমবেদনা জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলাও। তাদের তরফ থেকে বলা হয়, “এই মর্মান্তিক সময়ে অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবের সকলে দিয়োগো জোটার পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের এবং লিভারপুল ফুটবল ক্লাবের সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে”।
টটেনহ্যাম হটস্পার জানিয়েছে, "টটেনহ্যাম হটস্পারের সবাই দিয়োগো জোটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এমন কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং লিভারপুল ফুটবল ক্লাবের সকলের প্রতি আমাদের সমবেদনা জানাই"।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে উত্তর-পশ্চিম স্পেনের জামোরাতে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা ল্যাম্বোরগিনিতে ছিলেন। ওভারটেক করার সময় টায়ার ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি দূরে ছিটকে গিয়ে আগুন ধরে যায়।
লিভারপুলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "লিভারপুল ফুটবল ক্লাব দিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। ক্লাবকে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী এই খেলোয়াড় স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর ভাই আন্দ্রেও তাঁর সাথে ছিলেন। লিভারপুল এফসি এই মুহূর্তে আর কোনও মন্তব্য করবে না। সকলকে অনুরোধ, দিয়োগো ও আন্দ্রের পরিবার, তাঁর বন্ধুবান্ধব, সতীর্থ ও ক্লাব কর্মীদের গোপনীয়তা বজায় রাখুন। কারণ তাঁরা একটি অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আমরা তাঁদের পূর্ণ সমর্থন প্রদান অব্যাহত রাখব"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন