EPL: টানা ৪ বার লিগ জয়ের সামনে ম্যান সিটি, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর্সেনালও!

People's Reporter: প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যান সিটি। সমসংখ্যক ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল।
ম্যান সিটি
ম্যান সিটিছবি - ম্যান সিটির ফেসবুক পেজ

টানা চতুর্থবারের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র ১টি জয় দূরে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ২০ বছর পর ফের লিগ চ্যাম্পিয়ন হতে পারে আর্সেনাল।

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যান সিটি। সমসংখ্যক ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে। লিগ জিততে হলে দুই দলকেই শেষ ম্যাচ জিততে হবে।

আগামী ১৯ মে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে ম্যান সিটি এবং আর্সেনাল খেলবে এভারটনের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত ৮.৩০মিনিট থেকে ম্যাচ শুরু হবে। ম্যান সিটি ড্র করলে কিছুটা হলেও সুবিধা হবে আর্সেনালের। গোলপার্থক্যের বিচারে এগিয়ে আছে তারা। কিন্তু শেষ ম্যাচ তাহলে জিততেই হবে।

২০২১-২৩ পর পর তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ম্যান সিটি। এই বছর চ্যাম্পিয়ন হলে রেকর্ড গড়বে সিটি। কারণ ইপিএল-র ইতিহাসে কোনো ক্লাব পর পর চারবার লিগ চ্যাম্পিয়ন হয়নি। অন্যদিকে আর্সেনাল শেষবার চ্যাম্পিয়ন হয় ২০০৪ সালে। তারপর থেকে লিগ টাইটেল অধরাই রয়েছে তাদের।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের সবথেকে সফলতম ক্লাব ম্যান ইউ অনেক আগেই লিগ খেতাব জয় থেকে ছিটকে গেছে। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৩ সালে। তবে এখনও পর্যন্ত মোট ২০ বার লিগ চ্যাম্পিয়ন হয় ম্যান ইউ। ১৯ বার লিগ জেতে লিভারপুল। আর্সেনাল জেতে ১৩ বার। এভারটন এবং ম্যান সিটি জিতেছে ৯ বার।

ম্যান সিটি
IPL 2024: প্লে অফের আগে চাপ বাড়লো নাইটদের! দল ছাড়ছেন সল্ট
ম্যান সিটি
BCCI: ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান? থাকতে হবে এই সমস্ত যোগ্যতা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in