

বুধবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তবে এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড় জরিমানার মুখে পড়েছেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
আইপিএলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "যেহেতু এটা চলতি মরশুমে স্লো ওভার রেটের কারণে দলটির প্রথম অপরাধ, তাই মিস্টার রাহুলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে।"
চলতি আসরে লখনউ যদি দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে অধিনায়ককে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হবে এবং দলের প্লেয়িং ইলেভেনের খেলোয়াড়দের ৬ লক্ষ বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হবে।
আইপিএলের লক্ষ্য হল ম্যাচ গুলিকে ৩ ঘন্টা ২০ মিনিটের মধ্যে শেষ করা। তবে স্লো ওভার রেটের কারণে কিছু ম্যাচ চার ঘন্টাও ছাড়িয়ে যাচ্ছে। এর আগে একই কারণে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয় আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসির।
গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে দশ রানে জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মেয়ার্সের ৫১ রান এবং রাহুলের ৩৯ ও পুরানের ২৯ রানের সৌজন্যে রাজস্থানকে ১৫৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল লখনউ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেন সঞ্জু স্যামসনরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন