IPL 2023 : সৌরভের শহর বনাম সৌরভের দল, কেমন হতে পারে কলকাতা - দিল্লির প্রথম একাদশ?

কেকেআর-এর চিন্তা রয়েছে আন্দ্রে রাসেলকে নিয়ে। তাঁর পরিবর্ত বাছতে পারে নাইট শিবির। দিল্লির চিন্তার কারণ পৃথ্বী শ। একদমই ছন্দে নেই পৃথ্বী। তাঁর বিকল্পও বাছতে পারে দিল্লি।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ লড়াইয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। একদিকে দাদার শহর, অন্যদিকে দাদার দল। একসময় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। এখন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। প্রথম মরশুমে নাইট অধিনায়ক সৌরভের দলে ছিলেন রিকি পন্টিংও। পন্টিং এখন দিল্লির কোচ। দিল্লির বোলিং কোচ অজিত আগরকরও কলকাতার প্রাক্তন পেসার। সবমিলিয়ে দেখতে গেলে দিল্লির ডাগ আউটে বসে নাইটদের প্রাক্তনীরাই।

দুই দলই জয়ের জন্য ঝাঁপাতে চলেছে। কলকাতা শেষ দুটি ম্যাচই হেরেছে। গুজরাটের বিপক্ষে জয়ের পর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বইয়ের মাঠে রোহিতদের কাছে হারতে হয়েছে নীতিশ রানাদের। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের জয় এখনও অধরা। এ বারের আইপিএলে যদিও দিল্লি এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জিততে পারেনি ডেভিড ওয়ার্নারের দল। আজ প্রথম জয় তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে সৌরভের দল। হারের হ্যাটট্রিক বাঁচাতে চাইবে কলকাতাও।

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আজকের ম্যাচে দুই দলেই দেখা যেতে পারে পরিবর্তন। কলকাতা দলে রহমনউল্লাহ গুরবাজের জায়গায় খেলতে পারেন জেশন রয়। সুযোগ পেতে পারেন লিটন দাশও। কেকেআরের চিন্তা রয়েছে আন্দ্রে রাসেলকে নিয়েও। তাঁরও পরিবর্ত বাছতে পারে নাইট শিবির। দিল্লির চিন্তার কারণ পৃথ্বী শ। একদমই ছন্দে নেই পৃথ্বী। তাঁর বিকল্পও বাছতে পারে দিল্লি।

দুই দল এখনও পর্যন্ত একে অপরের বিপক্ষে মোট ৩১ টি ম্যাচ খেলেছে। যেখানে ১৪ টি ম্যাচ জিতেছে দিল্লি এবং ১৬ টি ম্যাচ কলকাতা। একটি ম্যাচ অমিমাংসীত রয়ে যায়।

দিল্লির সম্ভাব্য একাদশ : পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, যশ ধুল, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল(উইকেটরক্ষক), ললিত যাদব, কুলদীপ যাদব, এনরিখ নর্তজে, মুস্তাফিজুর রহমান।

কলকাতার সম্ভাব্য একাদশ : রহমনউল্লাহ গুরবাজ / জেশন রয়, এন জগদীশন, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারাইন, উমেশ যাদব, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা।

ছবি - প্রতীকী
IPL 2023: ধোনির সাথে তুলনা টেনে স্যামসনকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি হরভজনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in